ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইস্তফা দিলেন মিঠুন চক্রবর্তী!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
ইস্তফা দিলেন মিঠুন চক্রবর্তী! মিঠুন চক্রবর্তী-ছবি: সংগৃহীত

ভারতের রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। রাজ্যসভার চেয়ারম্যানের কাছে সোমবার (২৬ ডিসেম্বর) তিনি পদত্যাগপত্র পেশ করেন। কারণ হিসেবে তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন।

কলকাতা: ভারতের রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

রাজ্যসভার চেয়ারম্যানের কাছে সোমবার (২৬ ডিসেম্বর) তিনি পদত্যাগপত্র পেশ করেন।

কারণ হিসেবে তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন।

এর আগে বিভিন্ন দফায় চিঠি দিয়ে তিনি রাজ্যসভা থেকে ছুটি নেন। চিকিৎসা নিতে সম্প্রতি তিনি দেশের বাইরেও গিয়েছিলেন।
 
তবে বিভিন্ন সূত্র জানাচ্ছে, পশ্চিমবঙ্গে চিট ফান্ড কেলেঙ্কারিতে নাম জড়িয়ে পরার পরই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন মিঠুন চক্রবর্তী।

এর আগে সব দলের সম্মতি নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভায় পাঠানোর পরিকল্পনা করেছিলেন। ওই পরিকল্পনা সফল না হলেও মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তাকে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের হয়ে সদস্য করে পাঠান।

২০২০ সালে মিঠুন চক্রবর্তীর মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এসএস/এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।