ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অনশন তুলে নিতে আন্নাকে মনমোহনের চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১
অনশন তুলে নিতে আন্নাকে মনমোহনের চিঠি

কলকাতা: দুর্নীতি বিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারেকে অনশন তুলে নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে  প্রধানমন্ত্রী মনমোহন সিং চিঠি দিয়েছেন।

মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আমরণ অনশনরত আন্না হাজারেরকে এ চিঠি দেন।



প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানা গেছে, আন্নার শারীরিক অবস্থার কথা ভেবে প্রধানামন্ত্রী এই চিঠি লেখেন।

এদিকে মঙ্গলবার বিকেল সাড়ে ৬টা দিকে আন্নার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।

এদিন সিদ্ধান্ত নেওয়া হবে লোকপাল বিল নিয়ে দুটি বিলই স্ট্যান্ডিং কমিটিতে যাবে তারপরে যা সিদ্ধান্ত হবে তাই গ্রহণ করা হবে। এ ব্যাপারে বুধবার প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডেকেছেন।

আট দিনের অনশন চলাকালীন এই প্রথম আন্নার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হতে চলেছে সরকারের। তার দাবি নিয়ে কথা হবে। কারণ ৩০শে আগস্টের মধ্যে লোকপাল বিল পাস করার ডেড-লাইন দিয়েছে আন্না হাজারে।

এর মধ্যে সংশোধিত লোকপাল বিল পাস করতে হবে যেখানে প্রধানমন্ত্রীকে লোকপালের আওতায় আনা হবে। এতেও কাজ না হলে মন্ত্রীদের বাড়ির সামনে ধন্নায় বসবেন আন্না। আন্নার  প্রতিনিধি  প্রশান্তভূষণ এবং কেজরিওয়াল এই বৈঠকে দাবিগুলি জানাবেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।