ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সৌরভ গাঙ্গুলির মেয়ের রক্তে ডেঙ্গুর জীবাণু

সিনিয়ার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১

কলকাতা: ডেঙ্গু ধরা পড়েছে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মেয়ে সানার রক্তে। এনিয়ে কলকাতা পৌরসভার অধিবেশনে প্রতিবাদ জানিয়ে প্রশ্ন তোলেন বামফ্রন্টের কমিশনাররা।

তিনদিন আগে তাকে কলকাতার একটি ব্সেরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

উত্তরে মেয়র পরিষদ স্বাস্থ্যের দায়িত্ব থাকা অতীন ঘোষ বলেন, ‘সানা এখন সুস্থ আছে। হাসপাতাল থেকে বাড়ি চলে গেছে। দু’দিন আগে ওর ডেঙ্গুর খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সৌরভের বাড়ির সামনে পৌরকর্মীরা মশা তাড়ানোর স্প্রে ও ব্লিচিং পাউডার স্প্রে করা হয়। ’

তিনি বলেন, ‘সৌরভের বাড়ির সামনে খোঁজ নিয়ে কোনো ডেঙ্গু আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি। তবে সানা যে স্কুলে পড়ে, সেই লরেটো হাউসের সামনে থেকে তিনজনের দেহে জীবাণু পাওয়া গেছে। এই স্কুলটিকে আগেই পানি জমিয়ে রাখার জন্য নোটিশ পাঠিয়েছিল পৌরসভা।

ভারতীয় সময়: ১৮৩৬ ঘণ্টা, আগন্ট ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।