ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছাত্রদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন মমতা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১
ছাত্রদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন মমতা

কলকাতা: ছাত্রদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে দলীয় কর্মীদের শান্ত ও সংযত হয়ে কাজ করার বার্তা দিলেন তৃণমূলনেত্রী।



রোববার তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এক ভাষণে মমতা একথা বলেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘গত ৩৪ বছর বাম শাসনে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসন দলতন্ত্রে পরিণত ছিল। সেই শাসনকে গত ১০০ দিনের রাজত্বে অনেকটাই ভাঙা সম্ভব হয়েছে। আরও ভাঙতে হবে। এজন্য ছাত্রসমাজকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। ’

মমতা বলেন, ‘গ্রামে বা শহরে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। যেখানে অন্যায় অত্যাচার, সেখানেই রুখে দাঁড়াতে হবে। তবে সংযত হয়ে কাজ করতে হবে। এ জন্য ‘ছাত্র্র ব্রিগেড’ তৈরি করতে হবে। ’

তিনি বলেন, ‘বাংলায় নবজাগরণ আনতে হবে। আর এই কাজে দায়িত্ব নিতে হবে পড়ুয়াদের। এজন্য আগামী জানুয়ারি মাসে তৈরি করা হবে ‘ছাত্র ব্রিগেড’। দুই বছরের জন্য ছাত্র বিগ্রেডের সদস্যরা কাজ করবেন। গ্রামে গ্রামে গিয়ে তাদের কাজ করতে হবে। এর জন্য তাদের  চাকরি দেওয়া হবে। ’

এদিন আবার তিনি সাবেক বামফ্রন্ট সরকারের সমালোচনা করে বলেন, ‘আমাদের সময় ছাত্র আন্দোলন করতে দেওয়া হত না। বহু কষ্ট করে আমরা আন্দোলন করেছি। কিন্তু আমরা প্রতিহিংসাপরায়ণ হব না। ’

এই প্রসঙ্গে তিনি নাম না করে সাবেক সিপিএম মন্ত্রী সুশান্ত ঘোষকে কটাক্ষ করেন।

তিনি বলেন, ‘আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করছি না। একজন নিজে থেকেই আদালতে জামিন চাইতে গিয়ে নিজের ফাঁদেই আটকে গিয়েছেন। ’

তিনি বলেন, ‘মনে রাখবেন আমরা চাইলে জমি কেলেঙ্কারি থেকে শুরু করে বহু দুর্নীতিতেই অনেক নেতা জড়িয়ে যেতেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।