ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় আর্জেন্টিনার দ্বিতীয় দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১
কলকাতায় আর্জেন্টিনার দ্বিতীয় দল

কলকাতা: আর্জেন্টিনার ফুটবল দলের দ্বিতীয় দলটি সোমবার কলকাতায় এসে পৌঁছেছে। কোচ আলেসান্দ্রো সাবেইয়াসহ মোট ১৬ জনের সদস্য রয়েছে দলটিতে।

তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার মেসি-অ্যাগুয়েরো কলকাতা শহরে আসছেন না।

ম্যাচটির উদ্যোক্তা সিএমজি প্রধান ভাস্কর গোস্বামী বাংলানিউজকে জানিয়েছে, নিরাপত্তার কারণে বুধবার গভীর রাতে আর্জেন্টিনার এই তারকা ফুটবলাররা শহরে আসবেন বলে বিশেষ সূত্রে জান গেছে। মোট সাত দফায় কলকাতায় আসবে আর্জেন্টিনার ফুটবলাররা।

এর আগে রোববার পাঁচ সদস্যের প্রথম দলটি কলকাতায় এসে পৌঁছয়। প্রথম দলে ছিলেন মেসির দলের ম্যানেজার পেরনাস, শেফ জন শেফলেকো এবং টেকনিক্যাল ফিজিও পাওলো ব্রাঙ্কো।

এদিকে, এই প্রথমবার ভারতীয় সংস্থা নিভিয়ার ফুটবল ফিফার স্বীকৃতি পেল। এই বল দিয়ে কলকাতায় আর্জেন্টিনা-ভেনিজুয়েলার ম্যাচ খেলা হবে।

সিএমজি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।

উল্লেখ্য, আগামী ২ সেপ্টেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার সঙ্গে একটি প্রদর্শণী ম্যাচ খেলবে আর্জেন্টিনার তারকা ফুটবলাররা। এর পরের দিনই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা আর্জেন্টিনার।

কিন্তু আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট চাচ্ছে কলকাতায় আরও দুদিন থাকার জন্য। এ ব্যাপারে দেশের ফুটবল ফেডারেশনকে চিঠি পাঠিয়েছে। তবে পুরো বিষয়টিই নির্ভর করছে উদ্যোক্তা সিএমজির উপর।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, আগন্ট ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।