ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দায়বদ্ধতা বাড়াতে আন্না টুপি!

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১
দায়বদ্ধতা বাড়াতে আন্না টুপি!

ঢাকা: দেশ থেকে দুর্নীতি তাড়াতে কতকিছ্ইু না করছেন ভারতের সমাজবাদী নেতা আন্না হাজারে। তবে তার ভক্তরাও কম যান না।

সরকারি কর্মকর্তাদের দায়বদ্ধতা বাড়াতে তারা এবার আন্নার ‘টুপি’র আদলে টুপি বিলি করে বেড়াচ্ছেন।

ধানবাদে বিডিও, জেলার পরিবহন দপ্তর, রেজিস্ট্রি অফিস, সেল্স ট্যাক্সের সহ-কমিশনার থেকে শুরু করে বিদ্যুৎ পর্ষদের দপ্তরসহ সর্বত্র আন্না অনুসারীরা তাদের এ কাজ চালিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাথায় আন্না টুপি পরানোর পর তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে গোলাপফুল। তারপর চলে তাদের বিনম্র অনুরোধের পালা।

তাদের অনুরোধের মধ্যে রয়েছে- বিভাগীয় কর্মচারীদের কার কী কাজ তা লিখে ডিসপ্লে বোর্ডে টাঙিয়ে দেওয়া। যাতে ‘পাবলিক’ জানতে পারে রেশন কার্ড করাতে কার কাছে যেতে হবে। নতুন বিদ্যুৎ সংযোগ কার মাধ্যমে হবে বা গাড়ির লাইসেন্সের জন্য কোন কর্মকর্তার শরণাপন্ন হতে হবে।

এছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তার কর্তব্যের তালিকা পেশ করার পাশাপাশি আমজনতার জ্ঞাতার্থে তাদের কাছ থেকে এসব পরিষেবা কতদিনের মধ্যে মিলবে তাও লিখে রাখতে বলা হচ্ছে। আমজনতা যাতে ঠিকঠাক সরকারি পরিষেবা পান, তা সুনিশ্চিত করতেই এ ব্যবস্থা।

তারা বিনীতভাবে এও জানিয়ে দিচ্ছেন, ১০ দিনের মধ্যে এর ব্যবস্থা না নিলে দপ্তরের বাইরেই অনশন শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।