ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এই মুহূর্তে ভোট হলে বিজেপি ১০টি আসনও পাবে না: কুনাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, আগস্ট ৬, ২০২১
এই মুহূর্তে ভোট হলে বিজেপি ১০টি আসনও পাবে না: কুনাল ...

আগরতলা (ত্রিপুরা): এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচন হলে বর্তমান ক্ষমতাসীন বিজেপি ১০টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন আগরতলায় অবস্থানরত তৃণমূল কংগ্রেস দলের নেতা কুনাল ঘোষ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাজধানীতে একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এই অভিমত ব্যাক্ত করেন।

তিনি আরো বলেন, দিন যত সামনের দিকে এগিয়ে যাবে বিজেপির আসন সংখ্যা কমতে থাকবে। যদি তৃণমূল কংগ্রেস দল চায় তবে এই মুহুর্তে ত্রিপুরা রাজ্যের সরকারকে ফেলে দিতে পারে। কিন্তু তৃণমূল দল তা করবে না। তৃণমূল কংগ্রেস চায় মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে।

সংবাদ সম্মেলনের আগে কুনাল ত্রিপুরার রাজপরিবারের সদস্য ও রাজনৈতিক দল তিপ্রার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মণের সঙ্গে দেখা করেন। এর পাশাপাশি তিনি দলের কর্মী সমর্থকদের সঙ্গে পশ্চিম আগরতলা থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।