ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বড় ক্ষতি করে আমরা ছোট লাভ চাই না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
বড় ক্ষতি করে আমরা ছোট লাভ চাই না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

গাজীপুর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমাদের শিল্পায়ন বাড়াতে হবে। উৎপাদন বাড়াতে হবে, তবে তা হতে হবে পরিবেশের প্রতি খেয়াল রেখেই।

বড় ক্ষতি করে আমরা ছোট লাভ চাই না।  

মন্ত্রী বলেন, অনেকেই বলে শ্রীলঙ্কা হয়ে যাবে বাংলাদেশ। কিন্তু প্রকৃত সত্য হলো বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না, হওয়ার প্রশ্নই উঠে না। কেননা আমাদের দেশের অর্থনীতি এখন স্বয়ংসম্পূর্ণ, তা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে।  

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় আরএ স্পিনিং মিলস লিমিটেডের রোটর ইউনিট উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

মন্ত্রী বলেন, আমাদের রিজার্ভের অন্যতম যোগানদাতা যারা বিদেশে পণ্য রপ্তানি করে এবং যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়। কেউ কেউ বলে আমাদের রিজার্ভ নেই। বিএনপি সরকারের আমলের চেয়ে এখন ৬ গুণ রিজার্ভ আমাদের রয়েছে।  

তিনি বলেন, শিল্প কারখানার মালিক ও শ্রমিকদের সম্পর্ক হতে হবে অংশীদারের মতো। কারণ, শ্রমিক ছাড়া শিল্পকারখানা চলতে পারে না। আবার শিল্পকারখানা ছাড়া শ্রমিকরাও বেকার হয়ে যাবেন।  

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রাজিব হায়দারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য সম্পাদক ইকবাল হোসেন সবুজ।  

এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১২৮, নভেম্বর ৩০, ২০২২
আরএস/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।