ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফার্স্ট সিকিউরিটি ও ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসালো কেন্দ্রীয় ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
ফার্স্ট সিকিউরিটি ও ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসালো কেন্দ্রীয় ব্যাংক

ঢাকা: বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে দুজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যনেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক আবুল কালামকে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে পেমেন্ট সিসটেম বিভাগের পরিচালক মুতাসিম বিল্লাহকে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, সম্প্রতি যেসব আলোচনা হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে ব্যাংক দুটিকে বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কিনা, পর্যবেক্ষকেরা তা তদারক করবেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।