ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে লেনদেন বাড়ছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
পুঁজিবাজারে লেনদেন বাড়ছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের

ঢাকা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতে যে সংকট দেখা দিয়েছে তা মোকাবিলা করতে বিনিয়োগের ক্ষেত্রে পরিস্থিতি পর্যবেক্ষণে ছিলেন সাধারণ বিনিয়োগকারীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় বাজারে ফিরতে শুরু করেছেন বিনিয়োগকারীরা।

এমন পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজারে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় হলে বাজার তার আগের অবস্থানে ফিরবে বলেও মনে করেন তারা।

বৈশ্বিক মন্দার কারণে বাজারে যে আস্থা সংকট দেখা দিয়েছিল তা কাটতে শুরু করেছে। গত সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকার বেশি বেড়েছে। যা বাজারের জন্য ইতিবাচক বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে বাজারে বিনিয়োগের উপযুক্ত সময়। বাজার যখন ভালো ছিল তখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মুনাফা করেছেন। এখনও তারা বিনিয়োগ করলে ভালো মুনাফা করতে পারবেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশ গ্রহণ বাড়লে বাজার চাঙা হবে।

এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্যের সভাপতি আতাউল্লা নাইম বাংলানিউজকে বলেন, দেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীরা চিন্তিত ছিল, তবে পরিস্থিতি স্থিতিশীল হওয়া বিনিয়োগকারীরা বাজারে বিনিয়োগ করছেন। তাই বাজারে তারল্য বাড়াতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগে কোনো বিকল্প নেই, তাদের অংশগ্রহণ বাড়লে বাজার ঘুরে দাঁড়াবে।

আসছে নতুন বছরে বাজার স্বাভাবিক গতিতে ফিরবে। ফ্লোর প্রাইসে আটকে থাকা শেয়ারগুলো লেনদেনে সচল হবে বলে মনে করেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

তিনি বাংলানিউজকে বলেন, বর্তমান কমিশন বাজার নিয়ে কাজ করে চলেছে, আমরা আশাবাদী নতুন বছরে বাজার স্বাভাবিক গতিতে ফিরবে। তবে আপাতত বাজারে কিছুটা তারল্য সংকট রয়েছে, এজন্য সাপ্লাই চেইন বন্ধ রাখতে হবে। এতে করে ফ্লোরে আটকে থাকা শেয়ারগুলো লেনদেনে ফিরবে।

তিনি আরও বলেন, এক্সপোজার লিমিটের বাইরে বন্ডে বিনিয়োগ চায় ব্যাংকগুলো। কমিশন এটা নিয়ে কাজ করছে। বিএসইসি এ বিনিয়োগকে ব্যাংকের পুঁজিবাজারে বিনিয়োগসীমার বাইরে রাখার পক্ষে। সারা বিশ্বেই এ বন্ডে বিনিয়োগ পুঁজিবাজারে বিনিয়োগের বাইরে থাকে। আমরা আশা করছি এটি নিয়ে একটি নির্দেশনা আসবে। তবে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশ গ্রহণ অতি জরুরি হয়ে পড়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় হলে আগামী বছর বাজার অনেক ইতিবাচক হবে বলে তিনি প্রত্যাশা করেন।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিদায়ী সপ্তাহ (১১-১৫ ডিসেম্বর) উত্থান হয়েছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহটিতে শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই হাজার ৪৫৫ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল এক হাজার ৫৩৭ কোটি ৪৭ লাখ ৯২৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে ৯১৮ কোটি ১৭ লাখ ৩৬ হাজার ৮৭৩ টাকা বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বা ০.৮৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪.৯০ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭২ পয়েন্টে এবং দুই হাজার ২০৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬২ হাজার ৭১২ কোটি ৮৬ লাখ ১৪ হাজার ৬৮৩ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৩ হাজার ৭২৯ কোটি ৯২ লাখ ২১ হাজার ৫০৮ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন এক হাজার ১৫ কোটি ৬ লাখ ৬ হাজার ৮২৫ টাকা বেড়েছে।

অন্যদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১১১ কোটি ৬৭ লাখ ৯৭ হাজার ১৫৭ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৭ কোটি ৮৬ লাখ ৫ হাজার ৭৭২ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৮৩ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৩৮৫ টাকা বেড়েছে। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৮ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৪৭ পয়েন্টে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এসএমএকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।