ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হবিগঞ্জে সর্বোচ্চ তরুণ করদাতা হলেন শাহীন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
হবিগঞ্জে সর্বোচ্চ তরুণ করদাতা হলেন শাহীন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেনের হাত থেকে ক্রেস্ট নিচ্ছেন মো. এমদাদুল হাসান শাহীন

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার সর্বোচ্চ কর প্রদানকারী তরুণ করদাতা মনোনীত হয়েছেন মো. এমদাদুল হাসান শাহীন।

জেলার বানিয়াচং উপজেলার শিক্ষানুরাগী মৃত খুর্শেদ আলীর ছেলে তিনি।

 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে কর অঞ্চল সিলেটের সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন তার হাতে সম্মাননা স্মারক ক্রেস তুলে দেন।  

এমদাদুল হাসান শাহীন ‘মেসার্স শাহীন ট্রেডার্সের স্বত্বাধিকারী। ২০২১-২০২২ কর বছরে তিনি ২২ লাখ টাকা আয়কর দেন। যা হবিগঞ্জ জেলায় ৪০ বছর বয়সের নিচে করদাতাদের মধ্যে সর্বোচ্চ। তাকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।  

শাহীন হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার বড় ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান সেলিম সোনালী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, মেঝ ভাই সাইদুল হাসান পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ও ছোট ভাই মঈনুল হাসান শাকীল চিকিৎসক।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।