ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশ ব্যাংককে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশ ব্যাংককে

ব্যাংকের অর্থ লুটপাটে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

প্রখ্যাত এই অর্থনীতিবিদ বলেছেন, দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনতে সরকারের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।

ভুয়া ও বেনামি কোম্পানি খুলে যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ লুট করেছে, তাদের ধরা কোনো কঠিন কাজ না। এজন্য নিয়ন্ত্রক সংস্থাকে শক্ত হতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন আরও বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালকরা সরকার মনোনীত। আবার ব্যাংকে যারা কাজ করেন, তাদের মধ্যে কারা দুর্নীতি করছে, এটাও চিহ্নিত করতে হবে। তাদের দুর্নীতির পথ বন্ধ করতে হবে। ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে দুর্নীতিগ্রস্তদের সরিয়ে ফেলতে হবে।

ফরাসউদ্দিন বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এখন বাংলাদেশের ব্যাংক খাতে সুশাসন চাইবে। এটা করতেও হবে। আমাদের দেশে যেভাবে সুদ মওকুফ হয়েছে, এমন নিয়ম বিশ্বের কোথাও নেই। সুদ মওকুফের এ প্রক্রিয়া জালিয়াতির মতো।

ব্যাংকাররা জড়িত না থাকলে ঋণপত্র বা এলসিতে মিথ্যা ঘোষণা সম্ভব হয় না। হলমার্ক কেলেঙ্কারিতে জড়িত কারও সাজা হয়নি। তাই ব্যাংক খাতে দুর্নীতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সূত্র- কালের কণ্ঠ

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।