ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবিতে ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ১ মার্চ থেকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
আইসিসিবিতে ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ১ মার্চ থেকে

ঢাকা: সেমস গ্লোবাল ইউএসএ এবং চায়না টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাব-কাউন্সিল চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের আয়োজনে আগামী ১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ১৯তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো-২০২৩ এর শীতকালীন সংস্করণ এবং ৫ম ঢাকা আন্তর্জাতিক ডেনিম শো-২০২৩।

রোববার (২৬ ফেব্রুয়ারি) গুলশানে অল কমিউনিটি ক্লাবে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী ১ থেকে ৪ মার্চ, পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে।

এই প্রদর্শনীর সহ-আয়োজক সিসিপিআইটিটেক্স। যা ১৯৮৮ সালে চায়না ন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কাউন্সিলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। যারা চীনের টেক্সটাইল ও পোশাক শিল্পকে আন্তর্জাতিক বাজারে নেতৃত্ব দেন এবং ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এছাড়াও নেটওয়ার্কিং তৈরির পাশাপাশি কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে বাজার সম্প্রসারণে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে।

এবারের প্রদর্শনী সেমস গ্লোবাল এবং সিসিপিআইটিটেক্সের মধ্যকার ৫ম যৌথ প্রচেষ্টা। যা বাংলাদেশের টেক্সটাইল শিল্পের প্রচার ও প্রসারের পাশাপাশি বাংলাদেশের পোশাক শিল্পের রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস্ গ্লোবালের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। তিনি সংবাদ মাধ্যমকে এই প্রদর্শনী আয়োজনের নানান বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারির পর ২০২১ সালে আমরা খুব সফলভাবে ‘টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো’ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রদর্শনীর আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরেছিলাম এবং ব্যবসায়ী ও উদ্যোক্তা মহল থেকে ব্যাপক সাড়া পেয়েছি। সেই ধারাবাহিকতায় নিয়মিত আয়োজনের অংশ হিসেবে এই বছরের প্রথম প্রদর্শনী ১৯তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো-২০২৩ শীতকালীন সংস্করণ’ এবং ‘৫ম ঢাকা আন্তর্জাতিক ডেনিম শো-২০২৩’ আয়োজন করতে যাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেমস গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং অভিষেক দাস, ডিরেক্টর, ইন্টারন্যাশনাল মার্কেটিং।

১৯তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো-২০২৩ শীতকালীন সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

এটি বাংলাদেশের ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স ও ডেনিম এবং আনুসঙ্গিক যন্ত্রাংশ তথা টেক্সটাইল এবং গার্মেন্টস শিল্পের অন্যতম বড় এবং পুরনো আন্তর্জাতিক প্রদর্শনী।

এতে ৫০০ এর বেশি বুথসহ ১২টি দেশের প্রায় ৩৫০টির ও বেশি কোম্পানি প্রতিনিধিত্ব করছে। এই শিল্পের জন্য অত্যাধুনিক এবং নতুন প্রযুক্তি প্রদর্শনের জন্য এটি একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম। যেখানে প্রদর্শন এবং সরাসরি ইন্টারঅ্যাকশনের মাধ্যমে প্রদর্শকদের জন্য একটি ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম তৈরি হবে। প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এমকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।