ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজধানীতে ‘থাই ট্রেড ফেয়ার’ শুরু হচ্ছে ২ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
রাজধানীতে ‘থাই ট্রেড ফেয়ার’ শুরু হচ্ছে ২ মার্চ সংবাদ সম্মেলন।

ঢাকা: বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আগামী ২-৫ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘থাইল্যান্ড ট্রেড ফেয়ার: টপ থাই ব্র্যান্ডস-২০২৩’।

রাজধানীর যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে এ মেলার আয়োজন করছে থাইল্যান্ড সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রোমোশন (ডিআইপিটি)।



সোমবার (২৭ ফেব্রুয়রি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় আয়োজক সংস্থা।

আয়োজক সংস্থা জানায়, মেলায় স্বাস্থ্য পরিষেবা, কৃষি যন্ত্রপাতি, লুব্রিকেন্ট, নির্মাণ সামগ্রী, এয়ারলাইন্স, স্টেশনারি, গৃহস্থালি ও আসবাবপত্র, খাদ্য, গহনা, শিশুপণ্যসহ নানা ধরনের বিশ্বমানের থাই পণ্য প্রদর্শন করা হবে। পাশাপাশি থাই শেফ দ্বারা বিভিন্ন রান্নার কলা-কৌশল সরাসরি দেখানো হবে।

তারা আরও জানায়, মেলায় আগতদের থাই সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে থাই নৃত্যসহ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে মেলায়। এছাড়া মেলায় ব্যবসায়িক মিটিংয়ের সুযোগ ও র‌্যাফেল ড্রর আয়োজন থাকবে। র‌্যাফেল ড্রতে বিজয়ীদের জন্য থাকবে ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকিট জেতার সুযোগ।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮ পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে জানিয়ে আয়োজক সংস্থা জানায়, মেলায় প্রবেশের জন্য কোনো ফি লাগবে না। মেলায় ৫০টি থাই প্রতিষ্ঠান এবং বাংলাদেশে থাই পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ ও তাদের পণ্য প্রদর্শন করবে।

বাংলাদেশে নিযুক্ত থ্যাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদে সুমিতমোর মেলার উদ্বোধন করবেন বলে জানিয়েছে আয়োজক সংস্থা।

ঢাকায় অবস্থিত রয়েল থাই অ্যাম্বাসির অফিস অব কমার্শিয়াল অ্যাফেয়ার্সের মিনিস্টার কাউন্সিলর খেমাতাত আরচাওয়াথাম্রং এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র ইন্টারন্যাশনাল ট্রেড স্পেশালিস্ট মো. ফরহাদ আলী, কাজী শাকিক বিন আরশাদ, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি স্কোয়াড মাইন্ড গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক এস এম ফয়সাল মোমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এসসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।