ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বঙ্গবাজারের ব্যবসায়ীদের এক কোটি টাকা দেবে এফবিসিসিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
বঙ্গবাজারের ব্যবসায়ীদের এক কোটি টাকা দেবে এফবিসিসিআই

ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এক কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

রোববার (৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত এলাকায় উপস্থিত হয়ে এ ঘোষণা দেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন।

তিনি বলেন, বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের জন্য একটি যৌথ অ্যাকাউন্ট করা হয়েছে। সবাই সেখানে সহযোগিতা করার চেষ্টা করছেন। আমি আমাদের ব্যবসায়ীদের আহ্বান জানাবো, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য। আমরাও এক কোটি টাকার অনুদান দেবো। আমরা ব্যাংক ডিটেইলসটা পেলেই চেকের মাধ্যমে সহায়তার টাকাটা হস্তান্তর করবো।

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে এফবিসিসিআইয়ের সভাপতি জসিম বলেন, এখন রমজান মাস চলছে, সামনে ঈদ। এ সময় এমন অগ্নিকাণ্ডের ঘটনা ব্যবসায়ীদের জন্য খুবই দুঃখজনক। কারণ, ব্যবসায়ীরা সারা বছরের ব্যবসার একটি বড় অংশ এ রমজান মাসে করে। এ সময় তাদের অনেক বেচাকেনা হয়। এ সময় আগুনে তাদের যে ক্ষতি হয়েছে, এজন্য আমি খুবই মর্মাহত।

বঙ্গবাজার মার্কেট নির্মাণে স্থায়ী সমাধানের কথা জানিয়ে জসিম বলেন, আমার কাছে মনে হয়, এটার স্থায়ী সমাধান হওয়া উচিত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতিকে অনুরোধ করবো। প্রয়োজনে এফবিসিসিআইও সহযোগিতা করবে। কারণ এফবিসিসিআই ব্যবসায়ীদের সংগঠন, ব্যবসায়ীদের পাশেই দাঁড়াবে এটাই স্বাভাবিক।

এর আগে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সহায়তার বিষয়ে বলেন, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। সবার নিরলস প্রচেষ্টার কারণে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াবেন।

তিনি বলেন, বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য আমার এবং বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। আইএফআইসি ব্যাংকের ওই অ্যাকাউন্টের নাম ‘বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায়তা তহবিল’। অ্যাকাউন্ট নম্বর হলো- ০২০০০৯৪০৬৬০৩১। যারা সহায়তা পাঠাতে চান, তারা এ নম্বরে ব্যাংকের মাধ্যমে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতিসহ সংগঠনের নেতারা এবং বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ সমিতির নেতারা।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস। পরে ৪৮টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টায় বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর শুক্রবার (৭ এপ্রিল) সকালে আগুন সম্পূর্ণভাবে নির্বাপনের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।

আগুনে বঙ্গবাজার এলাকার মোট সাতটি মার্কেট পুড়ে গেছে। এর মধ্যে চারটি পুরোপুরি ও তিনটি আংশিক। মার্কেটগুলো হলো- বঙ্গ ইসলামিয়া মার্কেট, বঙ্গ হোমিও কমপ্লেক্স, বঙ্গবাজার মার্কেট, এনেক্সকো টাওয়ার, মহানগর শপিং কমপ্লেক্স, আদর্শ মার্কেট, গুলিস্তান মার্কেট।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।