ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফরিদপুরে চামড়ার বাজার পরিদর্শন করলেন বাণিজ্য সচিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
ফরিদপুরে চামড়ার বাজার পরিদর্শন করলেন বাণিজ্য সচিব

ফরিদপুর: ফরিদপুর শহরের চামড়া বাজার ও গোডাউন পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।  

তিনি শনিবার (১ জুলাই) সকাল ১১টার দিকে জেলা শহরতলীর গোয়ালচামট এলাকার মোল্লাবাড়ী সড়কের ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা কাঁচা চামড়ার গোডাউন ঘুরে দেখেন।

পরে হাজী শহীয়াতুল্লাহ বাজারে চামড়ার দোকানগুলো পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।  

চামড়ার বাজার পরিদর্শনকালে বাণিজ্য সচিব বলেন, এবার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারির কারণে চামড়ার পাচার হয়নি। আর কোরবানির সময় চামড়ার বেশি সরবরাহের কারণে কিছুটা কম দর ছিল।

তিনি বলেন, যদি এই চামড়া দীর্ঘদিন সংরক্ষণের ব্যবস্থা করা যায়, তাহলে ব্যবসায়ীরা দাম ভালো পাবেন।  

তিনি উল্লেখ্য করেন, বিশ্ব বাজারে চামড়ার ব্যবহারের পাশাপাশি প্লাস্টিকের বহুমুখী পণ্যের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে তুলনামূলকভাবে চামড়ার দর কমে গেছে। তবে আশার খবর হলো, সাভারের চামড়াপল্লীতে বর্জ্য শোধনাগার প্লান্ট (সিইপিটি) সম্পূর্ণ করতে পারলে, আমাদের ব্যবসায়ীরা চামড়ার ভালো দাম পাবেন। বর্তমানে আমরা চায়নার বাজারে চামড়া রপ্তানি করছি। আমরা কমপ্ল্যান্ট হতে পারলে, বিশ্ব বাজারে ভালো দাম পাব।

বাণিজ্য সচিবের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, ফরিদপুর চেম্বারের প্রেসিডেন্ট নজরুল ইসলাম, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল শেখ, ফরিদপুর চামড়া ও মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জানে আলম, শহীয়াতুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নূর ইসলাম মোল্লা প্রমুখ।

ফরিদপুর প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারের কোরবানি ঈদে ছোট-বড় মিলে প্রায় ৭০ হাজারের বেশি কাঁচা চামড়া ব্যবসায়ীরা সংগ্রহ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।