ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট বিভাগে বর্ণাঢ্য আয়োজন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট বিভাগে বর্ণাঢ্য আয়োজন 

বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সিলেট বিভাগের প্রতিটি জেলায় বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বাজুসের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল ‘সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’।

 

প্রতিষ্ঠাবার্ষিকীতে স্থানীয় নেতারা বলেন, সংগঠনের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারা দেশের স্বর্ণ ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হতে পেরেছেন। তার নেতৃত্বেই আজ সততার সঙ্গে এগিয়ে যাচ্ছে স্বর্ণ শিল্প। আগামীতে দেশের অন্যতম রপ্তানিপণ্য হয়ে উঠবে আমাদের দেশে তৈরি জুয়েলারি।

সিলেটে বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

সিলেট: বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘সোনায় বিনিয়োগ ভবিষ্যতের সঞ্চয়’।
সোমবার (১৭ জুলাই) বাজুস সিলেট জেলা শাখার পক্ষ থেকে নগরের লালদিঘীরপাড়ের সমিতির কার্য্যালয় থেকে কবুতর উড়িয়ে শোভাযাত্রাটি বের হয়।

শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমবেত হয়। নগরের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা ব্যানার সহকারে শোভাযাত্রায় অংশ নেন।

বাজুস সিলেট জেলার সভাপতি মো. মাহবুবুর রহমান সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল কুমার রায়ের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং এর সদস্য সিলেট বিভাগীয় সমন্বয়কারী নীহার কুমার রায়।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি, আলতা মিয়া, আব্দুল করিম মল্লিক, প্রবীর সিংহ, রাজীব ভৌমিক, সহ-সম্পাদক, হাজী মো. আয়তুল ইসলাম খাঁন, বরুণ বণিক, মো. সেলিম আহমদ, লক্ষণ ঘোষ, কোষাধ্যক্ষ রতন দে, কার্যনির্বাহী সদস্য, গোবিন্দ রায়, কাজী মো.  আক্তার হোসেন, প্রদীপ কর্মকারসহ বিভিন্ন মার্কেট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যবৃন্দ।

আলোচনা সভার শুরুতে সমিতির প্রয়াত সব সদস্যের প্রতি সমবেদনা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।  

এসময় বক্তারা বলেন, সিলেটের সব জুয়েলারি ব্যবসায়ীকে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুয়েলারি ব্যবসায়ীদের আইকন সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সব স্বর্ণ ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ। আমাদের এ ব্যবসা আন্তর্জাতিক মানে উন্নীত হবে। আশা করি বাজুসের প্রেসিডেন্টের নেতৃত্বে জুয়েলারি ব্যবসা দেশের গার্মেন্টস ব্যবসাসহ সব ব্যবসাকে ছাড়িয়ে রপ্তানিমুখী ব্যবসায় পরিণত হবে। জুয়েলারি ব্যবসায়ীদের নিজেদের স্বার্থেই সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

হবিগঞ্জে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হবিগঞ্জ: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও পরে কেক কাটা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ ও সভাপতিত্ব করেন বাজুসের জেলা সভাপতি সমীর চন্দ্র বণিক। বাজুসের জেলা সাধারণ সম্পাদক বিজয় বণিক দিজুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর।

প্রেসক্লাবে জেলার ৯ উপজেলা ও ৬টি পৌরসভাসহ ১৫টি ইউনিট নেতারা উপস্থিত হয়ে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনে যোগ দেন।

বক্তারা বলেন, ১৯৬৬ সালে প্রতিষ্ঠা পাওয়া স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুসের সদস্যরা একে অন্যের থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন ছিলেন। এখন তাদের মধ্যে চমৎকারভাবে সেতুবন্ধন সৃষ্টি করে দিয়েছেন বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। সভায় উপস্থিত সবাই তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরও বক্তব্য দেন- বাজুসের জেলা সদস্য স্বপন লাল বণিক, হবিগঞ্জ পৌরসভা সভাপতি লিটন লাল বণিক, সহ সাধারণ সম্পাদক চন্দন বণিক, সুব্রত বণিক, সাংগঠনিক সম্পাদক ঝন্টু দেব, লাখাই উপজেলা সভাপতি সজল দাশ, হবিগঞ্জ পৌর সহ সভাপতি নেপাল চন্দ্র বণিক, শায়েস্তাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক নির্মল কান্তি দাশ, চুনারুঘাট উপজেলা সহ সভাপতি শিশির চন্দ্র বণিক, নবীগঞ্জ উপজেলা সভাপতি আশিক মিয়া, বাহুবলের সভাপতি পরিতোষ চন্দ্র বণিক, সাধারণ সম্পাদক হিমাংশু ঘোষ, শায়েস্তাগঞ্জের সভাপতি মিহির চন্দ্র বণিক, মাধবপুরের সভাপতি অঞ্জন বণিক, জেলা কমিটির সদস্য আশীষ দেব, রাজিব দেব, হবিগঞ্জ পৌর শাখার উপদেষ্টা সুব্রত বণিক সুধন, জেলা সদস্য শংকর দত্ত ও নবীগঞ্জের সভাপতি সাধন দাশ।

বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে আলোচনা সভা

মৌলভীবাজার: সারা দশের মতো মৌলভীবাজারেও বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলায় আলোচনা সভা ও কেক কাটা হয়।

বাজুসের মৌলভীবাজারের সভাপতি পঙ্কজ রায়ের সভাপতিত্বে এবং সোহেল সামাদ খানের পরিচালনায় বক্তব্য আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মহাদেব রায়, অজয় রায়।

আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বেণু দেবনাথ, অর্থ সম্পাদক মধুসূদন সরকার, প্রচার সম্পাদক স্বপন কর্মকার, সিনিয়র সদস্য শেখ আব্দুল্লাহ, কার্যকরী সদস্য আয়নাল হক, নেপাল বসাক, অজিত বণিক, বানেজ আলী, সুরঞ্জিত কর্মকার মুক্তি, নিপু রায় প্রমুখ।

এসময় বক্তারা বলেন, স্বর্ণ শিল্পের ও স্বর্ণের মান উন্নয়নে এবং আন্তর্জাতিক পরিসরে স্বর্ণের বাজার ধরে রাখতে বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের হাতকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশে এই শিল্পের বিকাশকে আরও বেগবান করতে হবে। এছাড়া বক্তারা জুয়েলারি ব্যবসার নানান দিক নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
আরএ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।