ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কোটি টাকার রপ্তানির কাপড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কোটি টাকার রপ্তানির কাপড়

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে কারখানার বিপুল পরিমাণ কাপড় পুড়ে ছাই হয়ে গেছে।

 

এ ঘটনায় কারখানার শ্রমিকদের মধ্যে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৩ জুলাই) দিবাগত রাতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় হলি ফেব্রিক্স কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।  

তবে আর আগেই আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায় বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাইং কারখানাটিতে ঝুট পুঁড়িয়ে বয়লারে কাপড় রঙ করার কাজ চলছিল। রাত ১২টার দিকে সেখান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন কারখানাটির গোডাউনসহ আশপাশের ফ্লোরে ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকেরাসহ স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। রাত দেড়টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অলিউল্লাহ জানান, এই কারখানায় সাব কন্ট্রাক্টে কাজ করেন তিনি। আগুনে শুধু তারই ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তিনি ছাড়াও আরও ৮ থেকে ১০ জন ব্যবসায়ী সাব কন্ট্রাক্টে ব্যবসা করছেন। তাদেরও সব মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের জেলার উপসহকারী পরিচালক মো. ফখরউদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের ফতুল্লা, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনে ছয়টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া আগুন নির্বাপণের কাজ করতে গিয়ে বেলায়েত হোসেন নামে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। তাকে সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এমআরপি/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।