ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০১ আগস্ট) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে হাজার ৩৩৮ পয়েন্টে অবস্থান করছে অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৭৩ ২১৬০ পয়েন্টে অবস্থান করছে

এদিন ডিএসইতে ৫৪৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে যা আগের কার্যদিবসের চেয়ে ১১৫ কোটি টাকা কমেছে আগের দিন ডিএসইতে ৬৬৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল

মঙ্গলবার ডিএসইতে ৩৪০টি কোম্পানির শেয়ার মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১০টি কোম্পানির, কমেছে ৬০টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টি কোম্পানির শেয়ার মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো-বিএসসি, সী পার্ল, ফুওয়াং ফুড, জনতা ইন্স্যুরেন্স, জেএমআই হসপিটাল, গ্রিন ডেল্টা, এমারেল্ড অয়েল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ খান ব্রাদার্স

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭১০ পয়েন্টে এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৯টির, কমেছে ৩৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির কোম্পানির শেয়ার দর

মঙ্গলবার সিএসইতে কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে কোটি টাকার লেনদেন কমেছে আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১০ কোটি ৬৭ লাখ টাকার

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।