ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জুলাইয়ে প্রবাসী আয় কমেছে, এসেছে ১৯৭ কোটি ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
জুলাইয়ে প্রবাসী আয় কমেছে, এসেছে ১৯৭ কোটি ডলার

ঢাকা: জুলাই মাসে প্রবাসী আয় এসেছে ১৯৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২১ হাজার ৫০৫ কোটি ৭০ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা হিসাবে)।

জুন মাসের তুলনায় জুলাইয়ে দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ কমেছে।

জুন মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার।

মঙ্গলবার (১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক মো. সরোয়ার হোসেন।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখা গেছে, গত বছরের জুলাই মাসে প্রবাসী আয় এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় কমেছে ৫ দশমিক ৮৮ শতাংশ। গত জুন মাসে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছিল প্রায় ২০ শতাংশ।

জুন মাসে প্রবাসী আয় বৃদ্ধির পর জুলাই মাসে প্রবাসী আয় কমতে শুরু করে। পরিস্থিতি বিবেচনা করে মাসের শেষ দিনে ৩১ জুলাই প্রবাসী আয়ের ডলারের মূল্য ১০৮ টাকা ৫০ পয়সা থেকে ৫০ পয়সা বৃদ্ধি করে ১০৯ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া প্রবাসী আয়ে প্রতি ডলারে সরকার প্রণোদনা দিচ্ছে ২ টাকা ৫০ পয়সা। এর ফলে প্রবাসীরা ১ ডলার দেশে পাঠালে পাবেন ১১১ টাকা ৫০ পয়সা।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।