ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার  

খুলনা: জ্বালানি বিক্রয়ের ওপর কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে জ্বালানি তেল ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।

বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল গফফার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৮টা থেকে কেন্দ্রীয় কমিটি কর্তৃক পূর্ব ঘোষিত জ্বালানি তেল উত্তোলন ও পরিবহণ বন্ধ করে ধর্মঘট শুরু করেন জ্বালানি তেল ব্যবসায়ীরা।

বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা মেঘনা ও যমুনা ট্যাংক লরী শ্রমিক কল্যাণ সমিতি  এ ধর্মঘট পালন করে।

জ্বালানি তেল ব্যবসায়ীদের তিন দফা দাবি হচ্ছে- জ্বালানি তেল পরিবহণকারী ট্যাংক লরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা, জ্বালানি তেল বিক্রয়ের ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করা।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩

এমআরএম/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।