ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকে অ্যালার্ম, ফায়ার সার্ভিস গিয়ে দেখল আগুন লাগেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
বাংলাদেশ ব্যাংকে অ্যালার্ম, ফায়ার সার্ভিস গিয়ে দেখল আগুন লাগেনি

ঢাকা: রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। গিয়ে তারা কোনো আগুন পায়নি, ভুলে ফায়ার অ্যালার্ম বেজে উঠায় এ বিপত্তি ঘটেছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩২ মিনিটে খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার রাদেশ বিন খালেদ এ তথ্য জানান।  

তিনি বলেন, বেলা ২টা ৩২ মিনিটের দিকে খবর আসে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লেগেছে। তাৎক্ষণিক মতিঝিলে অবস্থানরত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে আরও তিনটি ইউনিট যোগ দেয়। মোট চারটি ইউনিট গিয়ে অনুসন্ধান করে দেখে আগুনের কোনো আলামত নেই।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভুলক্রমে ফায়ার অ্যালার্ম বেজেছে। এজন্য আগুন লেগেছে ভেবে আতঙ্ক সৃষ্টি হয়, তাৎক্ষণিক জানানো হয় ফায়ার সার্ভিসকে।

এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকে আগুন লাগেনি। তবে যান্ত্রিক গোলযোগের কারণে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
পিএম/এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।