ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় সেরা করদাতার সম্মাননা পেলেন ৭৭ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
খুলনায় সেরা করদাতার সম্মাননা পেলেন ৭৭ জন

খুলনা: সেরা ৭৭ জন করদাতাকে সম্মাননা জানালো কর অঞ্চল-খুলনা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে খুলনা পাবলিক কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কর অঞ্চল-খুলনা আয়োজিত বিভাগীয় পর্যায়ে সেরা করদাতা সম্মাননা প্রদান ২০২২-২৩ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন) জি এম আবুল কালাম কায়কোবাদ।

বিশেষ অতিথি ছিলেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার (আপিল) মো. তোহিদুল ইসলাম; খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ আতিকুল ইসলাম, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে খুলনার ১০ জেলার ৭৭ জন সেরা করদাতাকে এই সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এমআরএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।