ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী, সম্পাদক আবু আলী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী, সম্পাদক আবু আলী

ঢাকা: পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি সারাবাংলা ডট নেট স্পেশাল করেসপন্ডেন্ট গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী।  

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানীর পল্টনে সিএমজেএফ নিজস্ব কার্যালয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন।

৮২ জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোট দেন। তারা ২০২৪-২৫ মেয়াদে দায়িত্ব পালন করবেন।

কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার বাবুল বর্মণ ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইব্রাহিম হোসেন রেজওয়ান

অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি ম্যাসেঞ্জারের সিনিয়র রিপোর্টর মাহফুজুল ইসলাম।  

কমিটির পাঁচজন কার্যনির্বাহীর সদস্য হলেন- কালবেলার জুনায়েদ শিশির, নয়া দিগন্তের হামিদ সরকার, রাইজিং বিডি ডটকমের এস এম নুরুজ্জামান তানিম, ৭১ টিভির সুশান্ত সিনহা ও জিটিভির তৌহিদুল ইসলাম রানা।  

সিএমজেএফ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী।  

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনের সিনিয়র সদস্য নাসির উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান, শারমিন রিনভী, রাজু আহম্মেদ, মনির হোসেন, মাইনুল হাসান সোহেল।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।