ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মন্ত্রী-এমপিদের শুভেচ্ছা জানাতে বেড়েছে ফুলের চাহিদা, বিক্রি

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
মন্ত্রী-এমপিদের শুভেচ্ছা জানাতে বেড়েছে ফুলের চাহিদা, বিক্রি ফুলের দোকানে সাজানো তোড়া

ঢাকা: নবনির্বাচিত মন্ত্রী ও সংসদ সদস্যদের শুভেচ্ছা জানানোর এই সময়ে রাজধানীতে ফুলের বিক্রি বেড়েছে। ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী মন্ত্রী ও সংসদ সদস্যদের বাসভবন, অফিসসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফুলের দোকানগুলোতে রয়েছে ভিড়।

পাশাপাশি নতুন বছরের শুরু হওয়ায় আলাদাভাবে ফুলের চাহিদা রয়েছে।

রাজধানীর শাহবাগে ফুলের দোকানগুলোতে দেখা গেছে, গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জবা, অর্কিডসহ বিভিন্ন ধরনের ফুলের চাহিদা বেড়েছে। সঙ্গে ফুলের দামও কিছুটা বেড়েছে। ফুল বিক্রেতারা জানান, নতুন মন্ত্রী ও সংসদ সদস্যদের শুভেচ্ছা জানাতে ফুলের চাহিদা বেড়েছে।  

লোকমান হোসেন নামে এক ফুল ব্যবসায়ী বলেন, নতুন সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের বাসভবন, অফিসসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফুলের দোকানগুলোতে অর্ডার পড়ছে। এখন ফুলের চাহিদা অনেক বেশি। এ চাহিদা নির্বাচনের দিন থেকেই। অবশ্য ফুলের দামও বেড়েছে কিছুটা।

ফুল কিনতে আসা নাজিবুল হক বলেন, শুভেচ্ছা জানানোর অন্যতম একটা মাধ্যম ফুল। কাছের প্রিয় মানুষেরা নির্বাচনে জয়লাভ করেছেন, মন্ত্রী-এমপি হয়েছেন। এটা তো আনন্দের। এ আনন্দ ভাগ করে নিতেই ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানাতে ফুল কেনা।

ফুল বিক্রেতারা জানান, ফুলের চাহিদা থাকবে আরও কয়েকদিন।

শাহবাগের ফুলের দোকানগুলো ঘুরে দেখা যায়, প্রতিটি ফুলের তোড়া মানভেদে ৪০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া গাঁদা ফুলের মালার চাহিদাও রয়েছে বেশ। গাঁদা ফুলের একেকটি মালা বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

বিভিন্ন দোকানে ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রতীক নৌকার আদলে ফুলের তোড়া সাজাতেও দেখা গেছে। এগুলো বিক্রি হচ্ছে এক হাজার থেকে দেড় হাজার টাকায়। ক্রেতাদের চাহিদা মাথায় রেখেই এখন ফুল বিক্রি করছেন বিক্রেতারা।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এইচএমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।