ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যোগ্য অডিট ফার্মের তালিকায় আরও ৮ প্রতিষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
যোগ্য অডিট ফার্মের তালিকায় আরও ৮ প্রতিষ্ঠান

ঢাকা: ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফআইগুলোর আর্থিক প্রতিবেদন নিরীক্ষার জন্য যোগ্য আরও আটটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। বর্তমানে প্রতিবেদন নিরীক্ষার জন্য যোগ্য প্রতিষ্ঠান হলো ৩৯টি।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক যোগ্য অডিট ফার্মগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করেছে।

নতুন যুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—এ ওয়াহাব অ্যান্ড কোং, অনিল সালাম ইদ্রিস অ্যান্ড কোং, কাজী জহির খান অ্যান্ড কোং, এমআরএইচ দে অ্যান্ড কোং, মাহমুদ সবুজ অ্যান্ড কো., এস কে বরুয়া অ্যান্ড কোং, সফিক বসাক অ্যান্ড কোং ও স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং।

আগে থেকে নিরীক্ষার বৈধ অডিট ফার্মগুলো হলো—এ কাশেম অ্যান্ড কোং, একনাবিন, আহমদ জাকের অ্যান্ড কোং, আহসান মনঞ্জুর অ্যান্ড কোং, অরুন অ্যান্ড কোম্পানি , আজিজ হালিম খায়ের চৌধুরী, বাসু ব্যানার্জি নাথ অ্যান্ড কোং, চৌধুরী ভট্টাচার্য অ্যান্ড কোং, দাস চৌধুরী দত্ত অ্যান্ড কোং, দেওয়ান নজরুল ইসলাম অ্যান্ড কোং, জি কিবরিয়া অ্যান্ড কোং, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং, হক ভট্টাচার্য দাস অ্যান্ড কোং, হাওলাদার ইউনুস অ্যান্ড কোং, হোসাইন ফরহাদ অ্যান্ড কোং, ইসলাম আফতাব কামরুল অ্যান্ড কোং, ইসলাম জাহিদ অ্যান্ড কোং।

এছাড়াও কে এম আলম অ্যান্ড কোং, খান ওয়াহাব শফিক রহমান অ্যান্ড কোং, এম জে আবেদিন অ্যান্ড কোং, এম এম রহমান অ্যান্ড কোং, এম জেড ইসলাম অ্যান্ড কোং, এমএবিএস অ্যান্ড জে পার্টনার্স, মাহফেল হক অ্যান্ড কোং, মালেক সিদ্দিকী ওয়ালী, মাসিহ মুহিত হক অ্যান্ড কোং, নূরুল ফারুক হাসান অ্যান্ড কোং, পিনাকী অ্যান্ড কোম্পানি, রহমান রহমান হক (কেপিএমজি), সাইফুল সামসুল আলম অ্যান্ড কোং, জোহা জামান কবির রশিদ অ্যান্ড কোং।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।