ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সহায়তা চান রুগ্ন শিল্পের মালিকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
সহায়তা চান রুগ্ন শিল্পের মালিকরা

ঢাকা: শিল্প মন্ত্রণালয় চিহ্নিত রুগ্ন শিল্পে সরকার ঘোষিত এক্সিট সুবিধা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন এ শিল্পের মালিকরা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কার্যালয়ে অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়।

সেখানে শিল্প মালিকরা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রুগ্ন শিল্পের পুনর্বাসন ও দায়-দেনা নিষ্পত্তির জন্য ২০০৯ সালে উচ্চক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করেছিল। পরবর্তীতে টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী কারখানার দায়-দেনা অবসান প্রকল্পে সরকার সার্কুলার জারি করেছে। কিন্তু ব্যাংকের অসহযোগিতার কারণে এক্সিট নিতে পারছেন না। ফলে ব্যাংকগুলো মালিকদের খেলাপি দেখিয়ে অর্থঋণ আদালতে মামলা করেছে। এতে নতুন ব্যবসায়ী উদ্যোগও গ্রহণ করতে পারছেন না তারা।

কমিটির চেয়ারম্যান ছাদেক উল্ল্যাহ চৌধুরী বলেন, রুগ্ন শিল্পের পুনর্বাসনের জন্য ১৯৯৮ সালে মুন্সেফ কমিটি গঠিত হয়েছিল। রুগ্ন শিল্প পুনর্বাসনে ১০০ কোটি টাকার তহবিল গঠন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। পরে এ সংক্রান্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়।

কমিটির ডিরেক্টর ইনচার্জ রেজাউল করিম রেজনু বলেন, ইজ অব ডুয়িং বিজনেসের ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু রুগ্ন শিল্পগুলি মালিকরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

সভায় প্রধান অতিথি হিসেবে যোগ ‍দিয়ে রুগ্ন শিল্পের এক্সিট সুবিধা বাস্তবায়নসহ গুরুত্বপূর্ণ প্রস্তাবনা নিয়ে সরকারের সাথে বৈঠকে বসার আশ্বাস দেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

সভায় এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী, পরিচালক আবু মোতালেব, হাফেজ হাজী হারুন অর রশিদ, কাওসার আহমেদ, সাবেক পরিচালক নাজিবুর রহমান, কমিটির কো-চেয়ারম্যানবৃন্দ, সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
জেডএ/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।