ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাতদিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৪
সাতদিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর

চাঁপাইনবাবগঞ্জ: পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ বন্দর সাতদিন বন্ধ থাকবে।  

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরের দিকে সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মাওলানা মো. মামুন উর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এ সময় তিনি জানান, আগামী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সাতদিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ১৫ এপ্রিল থেকে যথাযথ নিয়মে এ বন্দরের সব কার্যক্রম চালু হবে।  

সোনামসজিদ ইমিগ্রেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা জাফর ইকবাল বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে দুই দেশের যাত্রী পারাপার চালু থাকবে।  

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।