ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মেহেরপুর পৌরসভার ৪০ কোটি ৩০ লাখের বাজেট ঘোষণা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
মেহেরপুর পৌরসভার ৪০ কোটি ৩০ লাখের বাজেট ঘোষণা 

মেহেরপুর: মেহেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ-বছরে ৪০ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ১৮৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট পেশ করেন পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।

 

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে মেহেরপুর পৌরসভা মিলনায়তনে ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেট ও ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।  

২০২৪-২৫ অর্থ বছরে নতুন কোনো কর আরোপ না করে এই বাজেট ঘোষণা করা হয়েছে।  

মেহেরপুর পৌর সভার ১ নম্বর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ২ নম্বর প্যানেল মেয়র সৈয়দ আবু আব্দুল্লাহ বাপ্পী, ৩ নম্বর প্যানেল মেয়র রোকসানা খাতুন, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর জাহাঙ্গীর হোসেন, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আল মামুন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহিম, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জিএম ওবায়দুল্লাহ, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ ও হিসাবরক্ষক মহাদ্দেস আলী।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।