ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভুল-বোঝাবুঝির অবসান, বৃহস্পতিবার খুলছে বসুন্ধরা সিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
ভুল-বোঝাবুঝির অবসান, বৃহস্পতিবার খুলছে বসুন্ধরা সিটি

ঢাকা: ‘আমরা সব সময় বসুন্ধরা গ্রুপের সঙ্গে ছিলাম, আছি-থাকব। বসুন্ধরা হচ্ছে আমাদের অভিভাবক।

অভিভাবকের সঙ্গে তো রাগ করা চলে না। অভিভাবক আমাদের দাবি মেনে নিয়েছেন।

আমাদের আশ্বস্ত করেছেন। যে বিশৃঙ্খলা হয়েছে, এখন সব ঠিক হয়ে যাবে। ’ কথাগুলো বলছিলেন বসুন্ধরা সিটি শপিং মলের মোবাইল ব্যবসায়ী শামীম মোল্লা।  
বসুন্ধরা সিটি শপিং মলের ইনচার্জের পদত্যাগের দাবি নিয়ে দোকান মালিক, ব্যবসায়ী এবং কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুধবার (২১ আগস্ট) বিকেলে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন।

শামীম মোল্লা আরো বলেন, ‘আজকের এমন সভার পর বৃহস্পতিবার (২২ আগস্ট) সব দোকানদার এবং কর্মচারীকে দোকান খুলে স্বাভাবিক সময়ের মতো ব্যবসা করার জন্য আহ্বান জানাচ্ছি। ’

তিনি বলেন, ‘গত কয়েক দিন বসুন্ধরার প্রতি আমাদের যে আবেদন ছিল সেটি পূরণ হয়েছে। একজন ইনচার্জ মার্কেটকে ঢেলে সাজাবে বলে সব এলোমেলো করে ফেলেছিল। দাবিদাওয়ার বিষয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব আমাদের ডেকেছেন।

আমরা উনার সঙ্গে বসেছি। আমাদের আরো কিছু দাবি ছিল। এর মধ্যে অন্যতমটি মেনে নেওয়া হয়েছে। নতুন ইনচার্জ বাকি সমস্যার সমাধান দ্রুত করবেন বলে আমরা আশাবাদী। আমরা ব্যবসা করতে এসেছি, ব্যবসা করতে চাই। এ ছাড়া আর কিছু নয়। ’

আরেক মোবাইল ব্যবসায়ী মো. আসলাম বলেন, ‘আমরা একটা লোকের বিরুদ্ধে আন্দোলন করেছি। তিনি হচ্ছেন বসুন্ধরা সিটি শপিং মলের ম্যানেজমেন্ট ইনচার্জ। উনার আচরণে সবাই ক্ষুব্ধ হয়েছিল। আজ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব আমাদের অনেক সময় দিয়েছেন এবং সুন্দরভাবে কথাগুলো শুনেছেন। আমরা আনন্দিত এবং গর্বিত। তিনি ইনচার্জকে সরিয়েছেন। নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের আর কোনো অসন্তুষ্টি নেই। বসুন্ধরার মতো একটি মার্কেটে আমরা ব্যবসা করতে পেরে নিজেদের সম্মানিত মনে করি। ’

ব্যবসায়ী মো. ওয়াহিদ মুরাদ বলেন, ‘আমাদের প্রধান সমস্যার সমাধান হয়েছে। আমরা সব ব্যবসায়ী এবং দোকান কর্মচারীকে আগামীকাল থেকে যথাসময়ে দোকান খোলার জন্য আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমাদের সম্মানিত যে ক্রেতারা গত দুই দিন কষ্ট পেয়েছেন তাদের মার্কেটে আসার জন্য অনুরোধ করছি। একই সঙ্গে বসুন্ধরার চেয়ারম্যান সাহেব অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ’

আরেক মোবাইল ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন বলেন, ‘আমি বসুন্ধরা সিটি শপিং মলে শুরু থেকে ব্যবসা করছি। মালিক-কর্মচারী সবাই মিলে একজন ব্যক্তির অপসারণের জন্য আন্দোলন করেছি। তার নানা ভুল সিদ্ধান্তের কারণে। আমরা বসুন্ধরা সিটির বিপক্ষে নই, বসুন্ধরার পক্ষেই আমরা ছিলাম, আছি। বিসিডিএলের নতুন ডিএমডি ক্যাপ্টেন শেখ এহসান রেজার (অব.) সঙ্গে আমাদের মিটিং হয়েছে। তিনি আমাদের সব দাবি শুনে যৌক্তিক দাবি সমাধানের আশ্বাস দিয়েছেন। আন্দোলনের কারণে ব্যবসায়ীদের এবং ক্রেতাদের ক্ষতি হয়েছে। এটা কখনোই আমাদের কাম্য নয়। এটা পূরণ করার চেষ্টা করব। নতুন ইনচার্জকে আমরা সব ধরনের সহায়তা করব। যাতে বাংলাদেশের স্বনামধন্য বসুন্ধরা মার্কেটের সুনাম অক্ষুণ্ন থাকে। আমরা আশা করি, বসুন্ধরা গ্রুপ সব সময়ের মতো আমাদের পাশে থাকবে। ’

সভায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা শহরের নানা স্থানে দাবিদাওয়া সংক্রান্ত সভা, সমাবেশ ও জমায়েত হচ্ছে। যার কারণে ঢাকার মতো একটি জনবহুল শহরে তৈরি হচ্ছে স্থবিরতা, বিঘ্নিত হচ্ছে জরুরি যান চলাচল, বাড়ছে মানুষের ভোগান্তি। সম্প্রতি বসুন্ধরা সিটির দোকান মালিক এবং ব্যবসায়ীদের দাবিদাওয়া সংক্রান্ত ব্যাপারটিও তৈরি করেছে নানা জনদুর্ভোগ। যা আমাকে ব্যথিত করেছে। ’

তিনি বলেন, ‘বিষয়টি জানার পর আমি সমাধানের সব পদক্ষেপ নিয়েছি। যার মাধ্যমে সব ভুল-বোঝাবুঝির অবসান হয়েছে। আমি আশাবাদী যে জনস্বার্থে ও মানুষের ভোগান্তি দূর করতে সবাই উদ্যোগী হবে এবং অতি দ্রুত মানুষের কষ্টের লাঘব ঘটবে। মনে রাখতে হবে, এখন চলছে দেশ সংস্কারের কাজ। আসুন, সবাই শান্ত হই, এগিয়ে যাই সমৃদ্ধ, সুশৃঙ্খল, বৈষম্যহীন কাঙ্ক্ষিত এক বাংলাদেশের পথে। সংলাপেই হোক সমঝোতা, শান্তি ফিরুক সবার জীবনে। ’

সভায় ব্যবসায়ীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আবু সাঈদ পিয়াস, আলাউদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. আবু সায়েম, দাউদ ইব্রাহিম শাহাদাৎ, আদিব আহম্মেদ ও রবিউল সোহাইন মিন্টু।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।