ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন সিএসই কর্মকর্তারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন সিএসই কর্মকর্তারা

ঢাকা: বন্যাদুর্গত বানভাসি অসহায় মানুষদের সহায়তায় একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসির সব কর্মকর্তা।

সোমবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির সব কর্মকর্তারা দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের একদিনের বেতনের সমপরিমান অর্থ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উল্লেখ্য,  সাম্প্রতিক বন্যায় বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।