ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১২ দিনে প্রবাসী আয় ১১ হাজার ৮৪০ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
১২ দিনে প্রবাসী আয় ১১ হাজার ৮৪০ কোটি টাকা

ঢাকা: চলতি অক্টোবর মাসের ১২ দিনে প্রবাসী আয় এসেছে ৯৮ কোটি ৬৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১২০ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যা ১১ হাজার ৮৪০ কোটি টাকা।

এই রেমিট্যান্স আগের মাস সেপ্টেম্বরের ও আগের বছরের অক্টোবরের চেয়ে বেশি।

সোমবার (১৪ অক্টোবর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার। প্রতি দিন এসেছিল ৬ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৩৩৩ ডলার।

আগের মাস সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৪০ কোটি ৪৭ লাখ ডলার। আর প্রতিদিন এসেছিল ৮ কোটি এক লাখ ৫৬ হাজার ৬৬৬ ডলার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রবাসী আয় কমে যায়। এ সময়ের কয়েকদিন দেশের ব্যাংকগুলো যেমন বন্ধ ছিল, অন্যদিকে দেশের প্রবাসীরা বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে প্রবাসী আয় পাঠানো কমিয়ে দেন। এ জন্য কমে যায় প্রবাসী আয়। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে ওই মাসে প্রবাসী আয় বৃদ্ধি পায়। সেপ্টেম্বর মাসে আরও বৃদ্ধি পায় প্রবাসী আয়। অক্টোবর মাসেও প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত থাকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, অক্টোবর মাসের ১২ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে আসে ৪ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২৬ লাখ ৪০ হাজার ডলার।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।