ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘সুশাসন থাকলে প্রতিকূলতা ব্যাংককে স্পর্শ করতে পারে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
‘সুশাসন থাকলে প্রতিকূলতা ব্যাংককে স্পর্শ করতে পারে না’

ঢাকা: অভ্যন্তরীণ সুশাসন থাকলে ও পরিচালনা পর্ষদের হস্তক্ষেপ না থাকলে কোনো প্রতিকূল অবস্থাই ব্যাংককে স্পর্শ করতে পারে না বলে মন্তব্য করেছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান।

তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে ২৪ বছরে যতই অভ্যন্তরীণ বা বৈশ্বিক প্রতিকূল অবস্থা এসেছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তা মোকাবিলা করেছে।

বর্তমান ব্যাংক খাত পুনর্গঠনের সময়েও সক্ষমতার সঙ্গে ব্যাংকিং করে যাওয়া সম্ভব হচ্ছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন সৈয়দ মাহবুবুর রহমান। এ সময় ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি বলেন, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের আমানতের ৭৭ শতাংশ বিনিয়োগ করা হয়েছে। নিরাপদ ও টাকা ফেরত আসবে এমন পরিস্থিতিকে গুরুত্ব দেওয়ার কারণে বিনিয়োগ কিছুটা কম হয়েছে। বাড়তি তারল্য সরকারের বিভিন্ন বন্ড ও সিকিউরিটিতে বিনিয়োগ করা হয়েছে।

ব্যাংকের পর্ষদে একই পরিবারের একাধিক পরিচালক ও রাজনীতিতে ব্যবসায়ীদের প্রভাবের সমালোচনা করেন এই ব্যাংকার। তিনি বলেন, কোনো ব্যাংকের পর্ষদের একজন সদস্যই ব্যাংকের সিদ্ধান্ত ঘুরিয়ে দিতে পারেন। সেখানে এক পর্ষদে এক পরিবারের তিন বা ততধিক সদস্য থাকলে সেই ব্যাংকের ব্যবস্থাপনা কোনোভাবেই স্বাধীনভাবে ফাংশন করতে পারে না। এ পরিস্থিতি ইচ্ছা-খেলাপির সংস্কৃতির জন্ম দেয়।

সৈয়দ মাহবুবুর রহমান বলেন, তুলনামূলক ছোট ঋণ, কৃষি ঋণ বা প্রান্তিক মানুষকে ঋণ দিতে গেলে পরিচালন ব্যয় বৃদ্ধি পায়। এজন্য এসব ঋণ আশানুরূপ বিতরণ করা যায়নি। কৃষি ঋণের মত ছোট ঋণ এনজিও লিংক ব্যবহার করে বিতরণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।