ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনার ৫ পয়েন্টে কৃষিপণ্য ওএমএস চালু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
খুলনার ৫ পয়েন্টে কৃষিপণ্য ওএমএস চালু

খুলনা: খুলনায় কৃষি বিপণন অধিদপ্তর এর উদ্যোগে চালু হয়েছে ‘কৃষিপণ্য ওএমএস কর্মসূচি’।  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে এবং স্বল্প আয়ের মানুষের দুর্ভোগ লাঘবে মহানগরীর পাঁচটি পয়েন্টে এ কর্মসূচি চালু হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় মহানগরীর শিববাড়ি মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রতিদিন নগরীর শিববাড়ি মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, খালিপুর ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে এবং দৌলতপুর শহীদ মিনার চত্বরে চলবে এ কার্যক্রম। ক্রেতারা প্রতি কেজি আলু ৩০ টাকা করে ৩ কেজি, ৭০ টাকা দরে ১ কেজি পেঁয়াজ, ১ ডজন ডিম ১১০ টাকা, ১ কেজি কাঁচা পেপে ১৫ টাকা, ১ কেজি পটল ৩০ টাকা দরে কিনতে পারবেন। যা বাজার মূল্যের চেয়ে কম। প্রতিদিন প্রায় ১ হাজার ১০০ জন লোক এসব পণ্য কেনার সুযোগ পাবেন।  

অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা,  অক্টোবর ২৮, ২০২৪
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।