ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে নারীদের অংশগ্রহণে ‘নারী উদ্যোক্তা মিলনমেলা’ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৯ নভেম্বর) দিনব্যাপী শহরের পার্বতীপুর সড়কের সুলতান নগরে অবস্থিত ড্রিম প্লাসের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরাম।


 

 অর্থনৈতিক মুক্তি, টেকসই উন্নয়ন, মানবসম্পদ ও আত্মকর্মসংস্থানে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোক্তা মিলনমেলার আয়োজন করা হয়।   

অনুষ্ঠানে একে একে নিজ নিজ সাফল্যের গল্প শোনান নারী উদ্যোক্তা শাম্মী, রুনা রহমান, মুনতাহা জান্নাত, নাজমুন নাহার, পাখি মণি, রিমা আক্তার, রীতা মণ্ডল, মাহফুজা বেগম, ফরিদা ইয়াসমিন, মেহেরুন নেসা, শেলী, কাণিজ ফাতেমা, জান্নাতি, আঁখি, সাজিয়া আফরিন, সিফাত এনাম, তারান্নুম নাজ, মোস্তাফিজা হোসেন শিলা, রাজিয়া খাতুন, কাকলী খান, রূপ নাহার বেগম, ফারহাত পারভীনসহ অনেকে।  

উদ্যোক্তারা সফলতার গল্পের পাশাপাশি নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে পণ্য বাজারজাত করতে সমস্যা এবং সহজ শর্তে ঋণ না পাওয়ার কথা উল্লেখ করেন তারা।  

এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী।  

সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি বেগমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা এরশাদ হোসেন পাপ্পু, শওকত হায়াত শাহ, সাংবাদিক আমিরুজ্জামান, আতিয়ার রহমান বাড্ডা, এম আর আলম ঝন্টু, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোশফেক-উল হাসান, বিথী ইসলামসহ অনেকে।  
 
অনুষ্ঠানে উদ্যোক্তা, স্বেচ্ছাসেবী, সাংবাদিকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন। এখানে ৩৭ জন সফল নারী উদ্যোক্তাকে আরও উৎসাহ দিতে ক্রেস্ট দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।