ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুর্বল আরও তিন ব্যাংক পেল ২৬৫ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
দুর্বল আরও তিন ব্যাংক পেল ২৬৫ কোটি টাকা

ঢাকা: নগদ টাকার সংকটে থাকা তিন ব্যাংক ২৬৫ কোটি টাকার সহায়তা পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ আয়োজনে এই ঋণ সহায়তা দেওয়া হয়েছে।

তারল্য সহায়তা দিয়েছে বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।

নগদ টাকার সংকটে থাকা ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের তৈরি বিশেষ ব্যবস্থার আওতায় যথেষ্ট তারল্য থাকা ব্যাংকগুলোর কাছ থেকে তারল্য সহায়তা পাচ্ছে। এ ঋণের গ্যারান্টার থাকছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে তারল্য ঘাটতি মেটাতে দুর্বল সাত ব্যাংকে ৬ হাজার ৫৮৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল ১০টি ব্যাংক। এসব ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। সাতটি ব্যাংক থেকে ইসলামী ব্যাংক পেয়েছিল ২ হাজার ৯৫ কোটি টাকা।

এ ছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক ছয় ব্যাংক থেকে পেয়েছে ১ হাজার ১৭৫ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ছয় ব্যাংক থেকে ১ হাজার কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক ৯২০ কোটি টাকা, এক্সিম ব্যাংক ৭০০ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক ৪০০ কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পেয়েছে ২৯৫ কোটি টাকা।

যেসব ব্যাংক তারল্য সহায়তা দিয়েছে তার মধ্যে রয়েছে—রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক, বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, দি সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, ঢাকা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।