ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেতন না পেয়ে হবিগঞ্জের ৬ বাগানে চা শ্রমিকদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
বেতন না পেয়ে হবিগঞ্জের ৬ বাগানে চা শ্রমিকদের কর্মবিরতি

হবিগঞ্জ: ছয় সপ্তাহের বেতন-ভাতা না পাওয়ায় হবিগঞ্জ জেলায় রাষ্ট্রীয় মালিকানাধীন ৬টি চা বাগানের প্রায় ৪ হাজার শ্রমিক কাজে যোগ দেননি। দুই সপ্তাহের মজুরি পরিশোধের কথা দিলেও শুক্রবার (৬ ডিসেম্বর) পর্যন্ত টাকা না দেওয়ায় শ্রমিকরা কাজে যোগ দেননি।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল এ তথ্য জানিয়েছেন। তবে আগামী রোববার (৮ ডিসেম্বর) বকেয়া পরিশোধের সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় রাষ্ট্রীয় মালিকানাধীন (এনটিসির) ৬টি চা বাগানে শ্রমিক সংখ্যা প্রায় ৩ হাজার ৮৫০ জন। লোকসানে থাকায় ও ব্যাংক ঋণ না পাওয়ার কারণ দেখিয়ে কর্তৃপক্ষ গত ১২ সপ্তাহ ধরে এসব শ্রমিকের বেতন বন্ধ রাখে। এর মধ্যে বকেয়া পাওয়ার দাবিতে গত ৬ সপ্তাহ ধরে কাজ করেননি শ্রমিকরা।

নিপেন পাল জানান, সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে গত বৃহস্পতিবার শ্রমিকদের ২ সপ্তাহের বকেয়া মাথাপিছু ২ হাজার ২০০ টাকা করে পরিশোধ করার কথা। ওই দিনই শ্রমিকদের কাজে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু গতকাল পর্যন্ত শ্রমিকরা বকেয়া বেতন পাননি।

এই শ্রমিক নেতা বলেন, শ্রম অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসানের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, রোববারের মধ্যেই শ্রমিকদের হাতে টাকা পৌঁছাবে। আর তখন থেকেই তারা বাগানে পাতা উত্তোলনের কাজ করবেন।

জানা গেছে, এনটিসির মালিকানায় হবিগঞ্জের মাধবপুরে তেলিপাড়া ও জগদীশপুর চা বাগানে নিয়মিত শ্রমিক সংখ্যা ১ হাজার ৭০০ এবং চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া, পাড়কুল, নাসিমাবাদ ও সাতছড়ি বাগানে শ্রমিক রয়েছে আরও ২ হাজার ১৫০ জন।

চা উৎপাদনের মৌসুমে শ্রমিক ধর্মঘটে এনটিসির এ ছয়টি বাগানের লোকসান বেড়েছে এবং শ্রমিকরাও প্রায় ৪০ দিন ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।