ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেলিয়া’র সঙ্গে এইচবিআরআই’র সমঝোতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
বেলিয়া’র সঙ্গে এইচবিআরআই’র সমঝোতা

ঢাকা: বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বেলিয়া) সঙ্গে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিটের (এইচবিআরআই) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে এইচবিআরআই কনফারেন্স রুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া) বাংলাদেশের লিফট সেক্টরের একমাত্র সহযোগী প্রতিষ্ঠান, যা সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, নীতি প্রণয়ন, সদস্য প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ, সদস্যদের ট্রেনিং প্রদান এবং ক্রেতাদের নিম্নমানের নকল পণ্যের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে সহযোগিতা করার লক্ষ্যে কাজ করছে।

এরই ধারাবাহিকতায় এইচবিআরআই দেশব্যাপী নিরাপদ ও টেকসই নির্মাণের লক্ষ্যে প্রণীত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে বাংলাদেশে এলিভেটর, এসকেলেটরস ও লিফটের ইন্সটলেশন, অপারেশন ও মেইনটেন্যান্স গাইডলাইন প্রণয়ন এবং লিফট সেক্টরের জন্য দক্ষ জনবল নির্মাণে প্রশিক্ষণ ও জন নিরাপত্তা নিশ্চিতকরণে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করাই হবে এই সমঝোতা স্মারকের প্রধান লক্ষ্য। আমদানি নির্ভরতার পাশাপাশি এর যন্ত্রাংশ উৎপাদনের সক্ষমতা বৃদ্ধিতে উভয়পক্ষ যৌথভাবে কাজ করতে আগ্রহী।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) মহাপরিচালক মো. আশরাফুল আলম এবং বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বেলিয়া’র সম্মানিত সভাপতি এমদাদ উর রহমান।

উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এইচবিআরআই-এর পক্ষে প্রিন্সিপাল রিসার্চ অফিসার নাফিজুর রহমান এবং বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বেলিয়া’র পক্ষে সাধারণ সম্পাদক মো. শফিউল আলম উজ্জ্বল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলিয়া’র কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং এইচবিআরআই-এর পদস্থ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।