ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সৈয়দপুর থেকে ট্রাকে ভরে ফুল-বাঁধাকপি যাচ্ছে ঢাকায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
সৈয়দপুর থেকে ট্রাকে ভরে ফুল-বাঁধাকপি যাচ্ছে ঢাকায়

নীলফামারী: শীত মৌসুমে ফুল ও বাঁধা কপি ট্রাক ভরে যাচ্ছে ঢাকায়। প্রতি পিস ২০ টাকা হিসাবে কিনে ট্রাকভর্তি করছেন পাইকাররা।

আর এভাবে নীলফামারীর সৈয়দপুরের বোতলাগাড়ি ইউনিয়ন থেকে মাঠের সবজি ট্রাকে তোলা হচ্ছে। সারারাত ট্রাক চলে ভোরে রাজধানীর বাজারে পৌঁছে যাচ্ছে ফুল ও বাঁধাকপির ট্রাক।  

সৈয়দপুরের বোতলাগাড়ি ইউনিয়নের সোনাখুলি, ঢেলাপীর ও শ্বাসকান্দর এলাকায় পাইকাররা ট্রাক দাঁড় করিয়ে ফুল ও বাঁধা কপি কিনছেন। কৃষকরা মাঠ থেকে এসব কপি সংগ্রহ করে প্রতিপিস ২০ টাকায় বিক্রি করছেন। নগদ টাকা, আড়তের খরচ নেই তাই কৃষকদের আগ্রহ বেশি কপি বিক্রি করার জন্য।  

সোনাখুলি গ্রামের কপি চাষি আজহার আলী জানান,বাড়ির বউ-ঝিরা কপি তুলে পাইকারের কাছে বিক্রি করতে পারছি। লাভ একটু কম হলেও ঝামেলা নেই বললেই চলে।  
  
ট্রাক নিয়ে আসা পাইকার আজমত আলী জানান, সৈয়দপুর থেকে একটি ট্রাক ঢাকায় নিতে প্রায় ২০ হাজার টাকা গুণতে হয়। একটি ট্রাকে সাড়ে পাঁচ হাজার থেকে ৬ হাজার কপি ধরে।  

লাভ কত হয় তা জানাতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, লাভ তো হয়। না হলে এতদূর থেকে কেন কপি ঢাকায় নেবো।

তিনি বলেন, প্রতি পিস কপি কেনা হচ্ছে ১০ টাকা হিসাবে।
     

এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ বলেন, সৈয়দপুরের পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে সবচেয়ে বেশি শাক-সবজি আবাদ হয় বোতলাগাড়ি ইউনিয়নে। এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। এখান থেকে ধনেপাতাও পাঠাচ্ছেন কৃষকরা। এসব সরাসরি মাঠ থেকে কৃষকরা পাঠাচ্ছেন তাই প্রতারিত হওয়ার সম্ভাবনা কম।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।