ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপসীর রূপের বাহার নজর কেড়েছে সবার

জান্নাতুল ফেরদৌসী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
রূপসীর রূপের বাহার নজর কেড়েছে সবার ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শরীফ মেলামাইন নিয়ে এসেছে ৪৯২টি নতুন ডিজাইন। এর মধ্যে রূপসী নামে ডিজাইনটি ক্রেতাদের মন জয় করেছে বেশি।


 
এছাড়াও রেশমী, সুরভী, গোল্ডেনসহ বিভিন্ন ডিজাইনের নজরকাড়া সৌন্দর্যের আইটেম রয়েছে শরীফ মেলামাইনের এই প্যাভেলিয়নে। সবগুলো পণ্যে রয়েছে অফার ও পুরস্কার।
 
মেলা উপলক্ষে শরীফ মেলামাইনের প্রিমিয়ার প্যাভিলিয়ানে (স্টল ২৩) বাহারি রং-এর পণ্য হোল সেল মূল্যে বিক্রয় করা হচ্ছে বলে জানিয়েছেন কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ পল্টু কুমার ভৌমিক।
 
এছাড়াও বিভিন্ন পণ্যের সঙ্গে স্টার ওভাল ডিশ, স্টার রাইস ডিশ, স্টার বল, রাইস বল, করোগেটেড ট্রে, ফিস, স্কয়ার মগসহ বিভিন্ন পণ্য ফ্রি দেওয়া হচ্ছে।
 
পল্টু কুমার ভৌমিক জানান, এবারের মেলায় সব থেকে আকর্ষণীয় রূপসী আইটেমের ডিনার সেটসহ বিভিন্ন পণ্য। মেলার দিন যত বাড়ছে পণ্যগুলোর চাহিদাও বাড়ছে তত বাড়ছে।
 
৫২ পিসের ডিনার সেট বিক্রি হচ্ছে মাত্র ২ হাজার ৭’শ ৪৮ টাকায়। ৪৪ পিসের ডিনার সেট এক হাজার ৯’শ ৫১, ৩৪ পিসের ডিনার সেট এক হাজার ৪’শ ৭৫, ১৪ পিসের ডিনার সেট ৬’শ ৪২ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে এ পণ্যগুলোর এই অফার শুধু মেলার জন্য বলেও জানান তিনি।

পল্টু কুমার ভৌমিক বলেন, গত বছরের তুলনায় এবার অনেক বড় পরিসরে শরীফ মেলামাইনের এই প্যাভিলিয়ানটি সাজানো হয়েছে। নতুন ডিজাইন ছাড়াও ক্রেতাদের চাহিদা অনুযায়ী পুরাতন পণ্যগুলোও রাখা হয়েছে এই প্যাভিলিয়নে।
 
তবে বাণিজ্যের জন্য নয়, প্রচারের লক্ষেই শরীফ মেলামাইনের এত সব আয়োজন বলেও জানান এই কর্মকর্তা।
 
বাজারের মতো মেলাতেও শরীফ মেলামাইনের পণ্যে চাহিদা বেশি দাবি করে তিনি বলেন, আমরা পণ্যের গুণে ও মানে আপসহীন। তাই বাণিজ্য  মেলার শুরু থেকেই গর্বের সঙ্গেই আমরা অংশগ্রহণ করে আসছি বলেও জানান তিনি।
 
রাজনৈতিক অস্থিরতার প্রভাব মেলায় কতটুকু জানতে চাইলে পল্টু কুমার ভৌমিক বলেন, শুরু থেকে আমাদের পণ্যের ক্রেতা চাহিদা বেশ ভালোই ছিলো। মাঝখানের ২-৩ দিন ক্রেতা সংখ্যা কম থাকলেও গত দুদিন ধরে আবারো জমতে শুরু করেছে মেলার পণ্য কেনাকাটা।
 
প্রতিষ্ঠানটি বাংলাদেশের অনেক বেকার যুবকদের কমর্স্থানের মাধ্যম করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বছর মেলায় প্যাভিলিয়ানটিতে কাজ করছে প্রায় ২৭ জন কমর্চারী। যা গত বছরের তুলনায় দ্বিগুণ।

আগামী বছরে আরো বেশি সংখ্যক যুবককে কাজের সুযোগ করে দেওয়ার প্রয়াস রয়েছে বলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানান তিনি।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল থেকে ভিড় জমতে শুরু করেছে প্যাভিলিয়ানটিতে। বর্তমানে শরীফ মেলামাইনের চাহিদা বিশ্বব্যাপী ছড়িয়েছে। সামনে আরো ভালো কিছু নিয়ে হাজির হবে শরীফ মেলামাইন এ আশাও ব্যক্ত করছেন পল্টু কুমার ভৌমিক।

শরীফ মেলামাইনের রুপসী পণ্য কিনতে আসা রিনা আক্তার জানান, আমি অনেক আগে থেকেই শরীফ মেলামাইনের পণ্য ব্যবহার করি। মেলায় এসে এ প্যাভিলিয়ানে ঢুকেই রুপসীর ডিনার সেটটি পছন্দ হয়েছে। কিনেও ফেলেছি। সঙ্গে ফ্রি পেয়েছি একটি স্টার রাইস ডিশ।
 
শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রো:) লিমিটেড দেশের একটি শীর্ষস্থানীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেলামাইনের জিনিষ উৎপাদনকারী প্রতিষ্ঠান। ১৯৮৮ সালে যাত্রা শুরু করে দেশসহ বিদেশেও নাম করেছে এই প্রতিষ্ঠানটি।

কোম্পানির ম্যানেজার আজিবুর রহমান জানান, রাজধানীর পুরান ঢাকার মিডফোর্ড এলাকায় এর একটি শো-রুম রয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও এর ফ্যাক্টরি থেকেই এ পণ্য উৎপাদন করা হয়। এছাড়াও দেশের বাইরে এই পণ্য এক্সপোর্ট করা হয়ে থাকে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।