ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফসলের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
ফসলের ন্যায্য মূল্যের  দাবিতে মানববন্ধন ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফসলের ন্যায্য মূল্য, খাদ্যের নিশ্চয়তা ও কর্মসংস্থানের ধারাবাহিকতায় কৃষিপণ্যের মূল্য কমিশন গঠনসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক ফেডারেশনসহ আটটি সংগঠন।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনগুলো।



মানববন্ধনে বক্তারা বলেন, কৃষিতে মুক্তবাজার অর্থনীতির প্রভাব, জলবায়ুর পরিবর্তনের চ্যালেঞ্জ ও রাষ্ট্রীয় অমনোযোগের কারণে দেশের কৃষি ও কৃষক বহুমাত্রিক সমস্যায় জর্জরিত। কৃষিতে উৎপাদন ব্যয় বৃদ্ধি, বহুজাতিক কোম্পানীর বীজ, সার কীটনাশ, যান্ত্রিক সেচ নির্ভরতা কৃষির বিকাশ এবং ফসলের ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষক টিকে থাকতে পারছেন না।

কৃষি বাজার ব্যবস্থাপনা ত্রুটিপূর্ণ থাকায় এক শ্রেণির আড়ৎদার, ফরিয়া ও মধ্যস্বত্ত্ব ভোগীদের নিকট কৃষক আজ জিম্মি হয়ে পরেছেন। এই পরিস্থিতি থেকে মুক্তি না পেলে দেশের কৃষি ক্ষাত ধ্বংস হয়ে যাবে বলেও জানান বক্তারা।

সংগঠনগুলোর সমন্বয়কারী  জায়েদ ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, বাংলাদেশ ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক সূবল সরকার, বাংলাদেশ কৃষক সভার সভাপতি এ এন এম ফয়েজ হোসেন, বাংলাদেশ কৃষাণী সভার সাধারণ সম্পাদিকা আরজুমান আরা বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।