ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অবরোধের ষষ্ঠদিন

পোশাক শিল্পে ক্ষতি ১৫০০ কোটি টাকা

ঊর্মি মাহবুব, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
পোশাক শিল্পে ক্ষতি ১৫০০ কোটি টাকা ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের ষষ্ঠদিন অব্যাহত রয়েছে। এই পাঁচ দিনে পোশাক শিল্পে ক্ষতি হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা।

এমনটাই জানা যায় পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ’র কাছ থেকে।

বিজিএমইএ সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজীম মনে করেন, অবরোধে একদিকে যেমন রফতানির পণ্য শিপমেন্ট বাধাগ্রস্ত হচ্ছে ঠিক তেমনি কমে যাচ্ছে উৎপাদনের  মাত্রা।

শহীদুল্লাহ আজীম বাংলানিউজকে বলেন, রাজনীতির আগুনে পুড়ছে দেশের পোশাক শিল্প। রফতানির পণ্য তৈরির পরও আমরা পরিবহন সমস্যার কারণে  অনেক সময় শিপমেন্ট করতে পারছি না। আবার যাও শিপমেন্ট করা হচ্ছে তাতেও খরচ দ্বিগুণ হচ্ছে। তাছাড়া উৎপাদনের জন্য কাঁচামাল আনার ক্ষেত্রেও ব্যাঘাত ঘটছে। এতে দিনে প্রায় ২০০ কোটি টাকা থেকে ৩০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে পোশাক শিল্পে। এই অবরোধ বন্ধ না হলে পোশাক শিল্প বড় ধরনের ধাক্কার মুখোমুখি হবে।

শুধু পোশাক শিল্পই নয়, অন্যান্য রফতানিমুখী শিল্পও মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ রফতানিকারক সমিতি(ইএবি)সভাপতি আবদুস সালাম মুর্শেদী।

তিনি বাংলানিউজকে বলেন, পোশাক শিল্পসহ অন্যান্য রফতানিমুখী শিল্প গুলো যখন আন্তর্জাতিক বাজারে মাথা উঁচু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ঠিক তখনই এ ধরনের রাজনৈতিক অস্থিরতা বহিঃর্বিশ্বের সামনে উদ্যোক্তাদের প্রশ্নের মুখোমুখি করবে। এর ফলে আমরা পুনরায় ইমেজ সঙ্কটে পড়বো। যার ভয়াবহ প্রভাব ৬ মাস পরে মারাত্মক আকার ধারণ করবে।

বিকেএমইএ এর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বাংলানিউজকে বলেন, এভাবে চলতে থাকলে ব্যবসায়ীরা তো ব্যবসা করতে পারবেন না। নারায়ণগঞ্জে কয়েকদিন আগেই ট্রাকে আগুন দেয়া হয়েছে। উৎপাদনকারীরা ট্রাকে করে পণ্য বন্দরের উদ্দেশে নিয়ে যেতে সাহস পাচ্ছেন না। অনির্দিষ্টকালের জন্য অবরোধ ও বর্তমানের অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে পোশাক রফতানির  লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব না।

উল্লেখ্য ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করতে না দেওয়া ও বিএনপি চেয়ারপাসনকে অবরুদ্ধ করে রাখা ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ডাক দেয় ২০ দলীয় জোট। শনিবার এ কর্মসূচির ৫ম দিন চলছে।

গত শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মলন থেকে সর্বশক্তি দিয়ে আরও দেশবাসী ও ২০ দলীয় জোট নেতাকর্মীদের অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

এদিকে এফবিসিসিআইসহ বাণিজ্য সংগঠনগুলো অবরোধ তুলে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়ঃ ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।