ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপসা সেতুতে বর্ধিত টোল কার্যকর ১৮ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
রূপসা সেতুতে বর্ধিত টোল কার্যকর ১৮ জানুয়ারি

খুলনা: সড়ক ও জনপদের আওতাধীন খুলনার খানজাহান আলী (রা:) সেতু (রূপসা সেতু) পারাপারে বর্ধিত টোল আদায় কার্যকর হবে ১৮ জানুয়ারি থেকে। সম্প্রতি টোলের হার বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।


 
রোববার (১১ জানুয়ারি) রাতে এ সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেন সড়ক ও জনপথ বিভাগ, খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রব।

তিনি বাংলানিউজকে বলেন, ১০ জানুয়ারি বর্ধিত টোল কার্যকরের প্রাথমিক সিদ্ধান্ত থাকলেও তা ৭ দিন পর ১৮ জানুয়ারি থেকে কার্যকর করতে প্রধান প্রকৌশলী তাদের নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যেই এ সংক্রান্ত সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ জানুয়ারি থেকেই খানজাহান আলী (রা:) সেতু’র টোল বৃদ্ধির নির্দেশনা দিয়ে ৯ জানুয়ারি মন্ত্রণালয় নির্দেশ জারি করে। কিন্তু এ সিদ্ধান্ত ৭ দিনের জন্য স্থগিত করে ১৮ জানুয়ারি থেকে বর্ধিত টোল আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যেই সেতু’র দুই প্রবেশ দ্বারে অতিরিক্ত টোলের চার্ট টানিয়ে দেওয়া হয়েছে।

বর্ধিত টোলে মটর সাইকেল ৫ টাকার স্থলে দ্বিগুণ বৃদ্ধি করে ১০ টাকা, মিশুক ও টেম্পু ২০ টাকার স্থলে ৩০ টাকা, কার-জিপ স্টেশন ওয়াগন ৩০ টাকার স্থলে ৭৫ টাকা, ম্যাক্সি মাইক্রোবাস ও পিকআপ ৫০ টাকার স্থলে ১শ’ টাকা, কৃষি কাজে ব্যবহৃত যান ১২৫ টাকা, মিনি ট্রাক ১৫০ টাকা, বড় বাস ২৮৫ টাকা, মিডিয়াম ট্রাক ২শ’ টাকা, হেবি ট্রাক নির্মাণ যন্ত্রপাতি ট্যাঙ্কার ও ট্রেইলর ৩শ’ টাকা এবং ট্রেইলর ট্রাক ও লং ট্রাক ৮৬৫ টাকা। তবে আগে ভ্যান-রিকশা ও ঠেলাগাড়ির টোল না নেওয়া হলেও বর্তমানে ধার্য করা হয়েছে।

এদিকে টোল বৃদ্ধির সময়সীমা এক সপ্তাহ বৃদ্ধি করা হলেও এখনই বর্ধিত হারে টোল নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে টোল ইজারাদার কর্তৃপক্ষের বিরুদ্ধে। অপরদিকে কোনো ধরণের ঘোষণা বা প্রচারণা ছাড়াই প্রায় দ্বিগুণ টোল বৃদ্ধির সিদ্ধান্তে সেতু ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময় : ১১০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।