ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ ব্যাংকের কম্বল বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
আল-আরাফাহ ব্যাংকের কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আর্ত মানবতার সেবায় দেশব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি পালন করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।

রোববার (১১ জানুয়ারি) ব্যাংকের আটি ও কলাতিয়া শাখায় আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান।

উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুল মালেক মোল্লা ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ।

আটি শাখার ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম ভূঁইয়া ও কলাতিয়া শাখার ব্যবস্থাপক এ. এস. কে. এম মাহফুজুর রহমান নিজ নিজ শাখার কম্বল বিতরণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন।

শীতার্ত মানুষের সেবায় এ বছর আল-আরাফাহ ইসলামী ব্যাংক দেশের ২৩টি জেলায় ১৬ হাজারের বেশি কম্বল বিতরণ করছে।

ব্যাংকের নির্ধারিত শাখা ও বিভিন্ন মাধ্যমে এসব কম্বল দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় প্রতি বছরই আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এ ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।