ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেগমগঞ্জ গ্যাসক্ষেত্র থেকে সংযোগের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
বেগমগঞ্জ গ্যাসক্ষেত্র থেকে সংযোগের দাবিতে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও সেনবাগ উপজেলার আংশিক এলাকা থেকে প্রাপ্ত বেগমগঞ্জ গ্যাসক্ষেত্রের গ্যাস জাতীয় গ্রিডে সরবারহের  পাশাপাশি স্থানীয়দের সংযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বেগমগঞ্জ গ্যাসক্ষেত্র এলাকায় স্থানীয় সংগ্রাম কমিটির উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকার কয়েক হাজার মানুষ।



মানববন্ধনে নেতৃত্ব দেন, উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল চৌধূরী, নাটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন স্বপন, অম্বরনগর ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন দুলু, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন, সংগ্রাম কমিটি আহ্বায়ক ফারুক আল ফয়সল, সদস্য সচিব গোলাম রব্বানী প্রমুখ।

সংগ্রাম কমিটি আহ্বায়ক ফারুক আল ফয়সল বাংলানিউজকে জানান, কয়েক বছর আগে বেগমগঞ্জ উপজেলা, সোনাইমুড়ি ও সেনবাগ উপজেলার আংশিক এলাকা নিয়ে বেগমগঞ্জ গ্যাসক্ষেত্র পর্যাপ্ত পরিমাণে মিথেন গ্যাস মজুদ থাকার বিষয়টি নিশ্চিত করে দেশীয় তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্সের তত্ত্বাবধানে রাশিয়ান তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি গ্যাজফম।

দীর্ঘদিন ধরে অবহেলিত ও পরিত্যক্ত থাকার পর ২০১১ সালে গ্যাসক্ষেত্র পুনঃ অনুসন্ধানের মাধ্যমে খননের দাবিতে স্থানীয় জনগণ আন্দোলন, সংগ্রাম ও বিভিন্ন সময়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।

পরে ২০১৩ সালের ২৭ জুলাই গ্যাজফমের উন্নত প্রকৌশল প্রযুক্তি প্রয়োগে প্রায় ২৯শ মিটার খনন  করার পর একই বছরের ১০ নভেম্বর গ্যাস প্রজ্জ্বলনের মাধ্যমে ওই এলাকায় বিপুল পরিমাণ গ্যাসের মজুদের ঘোষণা কর‍া হয়। এ সময় জাতীয় স্বার্থে স্থানীয়রা নিজেদের পৈত্রিক ভিটেমাটি ছেড়ে দেয়।

কিন্তু এ গ্যাস জাতীয় গ্রিডে সরবারহের সংযোগ লাইনের কাজ চললেও স্থানীয়দের দাবি উপেক্ষিত রয়েছে। তাই এ গ্যাসক্ষেত্র থেকে প্রাপ্ত গ্যাস জাতীয় গ্রিডের সরবারহের পাশাপাশি স্থানীয়দের ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার দাবি তুলেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
    
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।