ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এটিএম বুথ স্থাপনে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
এটিএম বুথ স্থাপনে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না

ঢাকা: বাণিজ্যিক ব্যাংকগুলোর এটিএম বুথ স্থাপনের শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। আগে এটিএম বুথ স্থাপন করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হতো।

তবে এখন আর কোনো অনুমোদন লাগবে না।

গত মঙ্গলবার(১৩ জানুয়ারি’২০১৫) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে এটিএমসহ সব ধরনের ইলেকট্রনিক বুথ স্থাপনে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতির প্রয়োজন হবে না। তবে বুথ স্থাপনে ভাড়া ও খরচসংক্রান্ত বিষয়ে অবশ্যই ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে কোনো অনিয়ম, ভাড়া নিয়ে জালিয়াতির প্রমাণ মিললে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে এবং প্রয়োজনে বুথের কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।