ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যমেলায় নানা অফারে রোমানিয়ার স্টল

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বাণিজ্যমেলায় নানা অফারে রোমানিয়ার স্টল ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চকলেট ফ্লেভার আর ভিন্ন স্বাদের নজর কাড়া ‘চকোবিজ’ বিস্কুটের দাম ৯০ টাকা! সাথে ফ্রি সিরামিক মগ! ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় (ডিআইটিএফ) দেশীয় বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠান রোমানিয়ার স্টলে নতুন বিস্কুট চকো বিজে এ অফার দেওয়া হচ্ছে।
 
মেলা উপলক্ষে বাজারে আসা চকোবিজ বিস্কুট এসেই হইচই ফেলে দিয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন প্যাভেলিয়নের পয়েন্ট অফ সেলফ অফিসার মো. নাঈমুর রহমান।


 
মেলার ৪২ নং প্রিমিয়ার মিনি প্যাভেলিয়নে পাওয়া যাচ্ছে এ বিস্কুট। নাঈম জানান, মেলা উপলক্ষে বাজারজাত করা হয়েছে চকোবিজ। মেলায় প্রায় ৪ হাজার বিস্কুট বিক্রি হয়েছে। চকলেট ফ্লেভার, ভিন্ন কালার আর্কষণীয় প্যাকের কারণে বেশ সাড়া ফেলেছে এ বিস্কুট। মেলায় আনার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। ১০ টাকা কমে দেওয়া হচ্ছে ৯০ টাকায়।
 
গৃহিনী শোভা শিশু সন্তান রুম্মানকে নিয়ে চকোবিজ কিনতে এসেছেন। কেনার আগেই চকোবিজের ‘স্যাম্পল’ বিস্কুট খেয়ে চকলেট ফ্লেভারের কারণে স্বাদের তুলনা নেই বলে জানান তিনি।
 
নাঈম বলেন, ক্রেতাদের চকোবিজের স্যাম্পল হিসেবে একটি করে বিস্কুট দেওয়া হচ্ছে। মজার কারণে যে কেউ চোখ বন্ধ না করে পারবে না।
 
লেক্সাস’র সাড়া সম্পর্কে নাঈম বাংলানিউজকে বলেন, লেক্সাস বিস্কুট তো প্রসিদ্ধ। মেলায় আসা ক্রেতাদের লেক্সাস বিস্কুট না নিলে যেন চলেই না।
 
পরিবারের জন্য লেক্সাস কিনে নেওয়া শরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, লেক্সাস মিনি প্যাক পরিবারের সবার পছন্দ। সকালের চায়ের সাথে লেক্সাস না হলে চলে না।
 
চকোবিজের আজকের অফার তুলে ধরে নাঈম বলেন, আজ থেকে চকোবিজ আর লেক্সাস নিয়ে চারশ টাকার নজর কাড়া অফার দেওয়া হচ্ছে।
 
এক প্যাক চকোবিজ বিস্কুট, ৩৬ প্যাক মিনি লেক্সাস বিস্কুট, ৮০ টাকার একটি বেঙ্গল কন্টেনার প্যাকেজের সাথে ১২০ টাকার একটি সিরামিকের মগ ফ্রি দেওয়া হবে।
 
লেক্সাস আর চকোবিজ নিয়ে ক্রেতা আর্কষণকারি প্যাকেজ তুলে ধরে নাঈম জানান, ক্রেতাদের চাহিদা অনুসারে ৩৮০ টাকার প্যাকেজ দেওয়া হচ্ছে।
 
বেঙ্গলের একটি কন্টিনারে লেক্সাস এর ৪৮ মিনি প্যাক, একটি চকোবিজ প্যাকেট প্যাকেজের সাথে একটি সিরামিকের মগ ফ্রি দেওয়া হচ্ছে।

নাঈম বলেন, টিনের কোটায় ৩৫ মিনি প্যাক লেক্সাস বিস্কুটে ২০টাকা ছাড় দেওয়া হচ্ছে ২৮০ টাকায়। সব বিস্কুটে কম বেশি ছাড় দেওয়ার ফলে বিক্রি খুবই ভালো।
 
মেলায় সিলি মাসালা ফ্লেভারে আনা সালসা বিস্কুট নিয়ে ক্রেতাদের আগ্রহ জানিয়ে নাঈম বলেন, একমাত্র রোমানিয়া বাজারে এনেছে এ বিস্কুটটি। ছোট বড় সব বয়সী মানুষের নজরে এসেছে এ বিস্কুট। তাই তো মাত্র ৩দিন আগে মেলায় আসা এ বিস্কুট প্রচুর বিক্রি হচ্ছে। মাত্র ১০ টাকার এ বিস্কুট অনেক ক্রেতা দু থেকে তিন কার্টুন পর‌্যন্ত নিয়ে যাচ্ছে।
 
গতবছর মেলায় এ বিস্কুট এত বেশি ক্রেতা আর্কষণ করেছে যে শেষ পর‌্যন্ত দেওয়া যায়নি। বেঙ্গল কন্টেনারে লেক্সাস’র ৮ টি বড় প্যাক প্যাকেজ ৩২০ টাকার পরিবর্তে ২৫০ টাকায় দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
 
লেক্সাস প্রিমিয়ার, এলাচি ক্রিম পার্সেন্ট প্যাক, স্টার প্যাক, লেমন বিস্কুট, পটাপট জলি, ক্র্যাকার্সসহ ১৩টি আইটেমের প্যাকেজ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

এছাড়া ৯ আইটেমের প্যাকেজ ২৫০ টাকায়, ৭ আইটেমের প্যাকেজ ২শ টাকাসহ বেশ কয়েকটি নজর কাড়া প্যাকেজ দেওয়া হচ্ছে বলে জানান নাঈম।

নাঈম বলেন, মেলায় রোমানিয়ার ২৭ আইটেমের বিস্কুট বিক্রি করা হচ্ছে। এরমধ্যে ২-১০ শতাংশ ছাড়, মগ ফ্রি দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।