ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বনানীতে স্বপ্নের নতুন আউটলেট উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বনানীতে স্বপ্নের নতুন আউটলেট উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রাহক সেবাকে আরও বিস্তৃত করতে বনানীতে নতুন আউটলেট চালু করেছে রিটেইল চেইন শপ “স্বপ্ন। বৃহস্পতিবার(১৫ জানুয়ারি’২০১৫) আউটলেটটির উদ্বোধন করেন এসিআই লজিস্টিক্স লি: এর এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির হাসান নাসির।



এখন থেকে বনানী বাজারের আশেপাশের বাসিন্দারা একই ছাদের নিচে চাল, ডাল, তেল, তাজা শাক-সব্জি, মাছ, মাংস, এবং ফল ছাড়াও শিশু পণ্য, শিশু খাদ্য, হোম অ্যাপ্লায়েন্স, ঘরে বানানো খাদ্য পণ্য, কসমেটিক্স, লাইফ স্টাইল ব্র্যান্ড, খেলনা, উপহার সামগ্রীসহ স্থানীয় এবং বিদেশি ব্র্যান্ডের ঘর সাজানোর সামগ্রী কেনার সুযোগ পাবেন।

স্বপ্নের অন্যান্য আউটলেট এর মতো বনানীর এই আউটলেটেও থাকছে ফর্মালিন পরীক্ষার বিশেষ সরঞ্জাম। মাছ এবং ফল কেনার সময় গ্রাহকরা তাৎক্ষণিক ভাবেই ফর্মালিন পরীক্ষা করতে পারবেন।

কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত স্বপ্নের এই ৪৭-তম আউটলেটটি ঢাকার সুবিধাজনক অবস্থানে অবস্থিত হবার কারণে ক্রেতারা শপিং এ পাবেন বাড়তি স্বাচ্ছ্যন্দ ও আনন্দ।

এ সময় সাব্বির হাসান নাসির বলেন, “সবচেয়ে সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের জন্য আরো ভালো মানের সেবা প্রদানের উদ্দেশ্যে স্বপ্ন প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। আমাদের এই নতুন আউটলেটটি শুধুমাত্র স্থানীয় বাসিন্দাদের এবং অফিসের কর্মকর্তাদের জীবনযাত্রা সহজই করবে না, তাদের জন্য সর্বোত্তম সেবাও প্রদান করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট, এক্সপোর্ট, কর্পোরেট অ্যান্ড কোম্পানি গুডস- সোহেল তানভীর খান, চিফ অফ অপারেশনস আবু নাছের, হেড অফ সাপ্লাই চেন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টুরেন্ট ডেভেলপমেন্ট- সাইফুল আলম এবং হেড অফ রিটেইল সেলস অ্যান্ড বিজনেস এক্সপ্যানশন শামসুদ্দোহা শিমুল।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।