ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মিরপুরে ‘ডেইলি শপিং’য়ের ২টি আউটলেট উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
মিরপুরে ‘ডেইলি শপিং’য়ের ২টি আউটলেট উদ্বোধন ছবি: সংগৃহীত

ঢাকা: নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে রাজধানীতে সম্প্রতি চেইনশপ ‘ডেইলি শপিং’ এর আরো দুটি আউটলেট চালু করা হয়েছে।

রাজধানীর শেওড়াপাড়ায় ৭৭৫ বেগম রোকেয়া সরণিতে এবং মিরপুর সাড়ে এগারো ২৪/১ পল্লবীতে দুইটি ‘ডেইলি শপিং’ উদ্বোধন করা হয়।



এসব আউটলেটে চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেটট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ পণ্য, প্লাস্টিক পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সবধরণের পণ্য সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল মাহ্তাবউদ্দিন আহ্মেদ (অবঃ) ডেইলি শপিং দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রাণ এর বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেড মার্কেটিং চিফ খান সালেহ মাহমুদসহ স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজধানীর মধ্যবাড্ডা, বনশ্রী, খিলগাঁও ও দক্ষিণ বাসাবোতে ‘ডেইলি শপিং’ এর আউটলেট চালু রয়েছে।     

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।