ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শীতার্তদের মাঝে বিতরণে ন্যাশনাল ব্যাংকের কম্বল হস্তান্তর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
শীতার্তদের মাঝে বিতরণে ন্যাশনাল ব্যাংকের কম্বল হস্তান্তর

ঢাকা: গরীব ও শীতার্তদের মাঝে বিতরণের জন্য সম্প্রতি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল হুদা খান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর হাতে কম্বল হস্তান্তর করেন।

এসময় বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান, ন্যাশনাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর বিন হামিদ ও ভাইস প্রেসিডেন্ট মীর মোশাররফ হোসেনসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।